
বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এর যৌথ উদ্যোগে প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।
একেএম মহিউদ্দিন :
বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এর যৌথ উদ্যোগে প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সম্মানিত চেয়ারম্যান জনাব অ্যাডভোকেট একেএম আনোয়ারুল ইসলাম চান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সম্মানিত জেনারেল সেক্রেটারি, জনাব মোঃ নিজামুল হক।
বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি জনাব মু.মনির উদ্দিন মনি এর সভাপতিত্বে এবং ঢাকা মহানগর উত্তর এর সেক্রেটারি মোহাম্মদ আব্দুল ওয়াজেদ এর পরিচালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সম্মানিত ভাইস চেয়ারম্যান জনাব গাজী আনোয়ারুল হক, জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য মোঃ লস্কর তাসবির, আবু নাসের মোঃ নুরনবী জনি, ইঞ্জিনিয়ার শহীদুল আলম ভূঁইয়া, ঢাকা মহানগর দক্ষিণ উত্তর সভাপতি আনোয়ার হোসেন, মহানগর দক্ষিণ সেক্রেটারি মুহাম্মদ রেজাউল করিম।
এছাড়া আরো উপস্থিত ছিলেন মহানগর ও থানা সমূহের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।