
রুশ হামলায় ২ জন নিহত: ইউক্রেন
কিয়েভ (ইউক্রেন), ২ মার্চ, ২০২৩ ইউক্রেনের জাপোরিঝজিয়া শহরের একটি অ্যাপার্টমেন্ট ভবনে রুশ হামলায় অন্তত ২ জন নিহত হয়েছে।
শহরটির ভারপ্রাপ্ত মেয়র আনাতলি কুর্তেভ বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এ কথা জানিয়েছেন।
তিনি আরো জানান, গতরাতের হামলায় পাঁচ তলা ভবনটি প্রায় পুরোটাই ধ্বংস হয়ে গেছে।
সূএঃ বাসস