সবার কথা বলে

শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ফাইনাল ভলিবল বিজয় দিবস টুর্নামেন্ট

0 434
শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ফাইনাল ভলিবল বিজয় দিবস টুর্নামেন্ট/২০২৩।
নীলফামারী প্রতিনিধি
মাসুদুর রহমান:
নীলফামারীর সৈয়দপুর উপজেলা ক্রীড়া সংস্থা আয়োজিত বিজয় দিবস ভলিবল টুর্নামেন্ট- ২০২৩ পহেলা মার্চ বিকাল সাড়ে তিনটায় ভলিবল ফাইনাল খেলা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
খেলাটি পরিচালনা করেন সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মোঃ মহসিনুল হক মহসিন।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার ফায়সাল রায়হান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এ কে এম রাশেদুজ্জামান রাশেদ, সহ-সভাপতি সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগ।
আনারুল হক সাহাজী, যুগ্ম সাধারণ সম্পাদক,সৈয়দপুর উপজেলা আওয়ামী। মোঃ মাসুদুর রহমান লেলিন, যুগ্ম সাধারণ সম্পাদক, সৈয়দপুর উপজেলা আওয়ামী। মোস্তফা কামাল, সাংস্কৃতিক সম্পাদক, সৈয়দপুর উপজেলা আওয়ামীলীগ ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ, বোতলাগাড়ী ইউনিয়নের চেয়ারম্যান মনিরুজ্জামান জুন। কামারপুকুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জিকো আহমেদসহ অন্যান্য আরো নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা ক্রীড়া সংস্থার অন্যান্য নেতৃবৃন্দসহ সৈয়দপুর প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।খেলাটিতে প্রধান রেফারি হিসেবে পরিচালনা করেন এক সময়কার ভলিবল চ্যাম্পিয়ন খেলোয়াড় হেলাল হোসেন সরকার।
অনুষ্ঠিত ফাইনাল খেলাটি অংশগ্রহণকারী সূর্যমুখী তরুণ সংঘ সরাসরি ৩-০ সেটে সেবা একাদশ ক্লাব কে পরাজিত করে বিজয় লাভ করে। বিপুল সংখ্যক জন সমাবেশ উপস্থিত হয়ে খেলাটি উপভোগ করেন।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.