সবার কথা বলে

ভেজাল বিরোধী অভিযানে এক চাইনিজ রেস্টুরেন্টেকে ১০ হাজার টাকা জরিমানা

0 328

হাতিয়াতে ভেজাল বিরোধী অভিযানে এক চাইনিজ রেস্টুরেন্টেকে ১০ হাজার টাকা জরিমানা।

মোঃ এনায়েত হোসেন
নোয়াখালী জেলা প্রতিনিধি:

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করেন, ভ্রাম্যমান আদালত।

শনিবার (৪ মার্চ) সন্ধ্যা ৬ টার দিকে হাতিয়া উপজেলার ওছখালী মোড়ে একটি চাইনিজ রেস্টুরেন্টে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন, সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ গোলাম সরওয়ার।

এসময় বাগেরহাট মিষ্টান্ন ভান্ডারকে অস্বাস্থ্যকর ভাবে খাদ্য তৈরি, মিষ্টি ও রসমালাই’র প্যাকেটে মেয়াদ না থাকা এবং বিদখুটে গন্দছাড়ানোর অভিযোগে নগদ ১০ হাজার টাকা জরিমানা করেছেন।

উপজেলা সহকারী কমিশনার( ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ গোলাম সরওয়ার জানান, ভেজাল বিরোধী অভিযানের অংশ হিসেবে এবং মিষ্টি ও রসমালাই’র প্যাকেটে মেয়াদ না থাকা, বিদখুটে গন্দছাড়ানোর অভিযোগে বাগেরহাট ফুড় আইল্যান্ড চাইনিজ ক্যাফে এন্ড রেস্টুরেন্টে ভাণ্ডারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ধারা অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি আরও জানান, এই মিষ্টান্ন ভাণ্ডার’কে কিছুদিন আগেও এমন অভিযোগের আলোকে সতর্ক করা হয়েছে।

এর আগে কামরুল হাসান (৩০) নামের এক ব্যক্তি গতকাল এই মিষ্টান্ন ভাণ্ডার থেকে এক কেজি মিষ্টি বাড়িতে নিয়ে সবাই মিলে কিছু খাওয়ার পর অসুস্থ হয়ে যায়। ভেজাল বিরোধী এ অভিযান পরিচালনার সময় উক্ত ভুক্তভোগীও উপস্থিত ছিলেন। যার অভিযোগের ভিত্তিতে মূলতঃ আজকের এই অভিযান পরিচালিত হয় বলে জানা যায়।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.