
শ্রীপুর থানার ওসি মোঃ জাব্বারুল ইসলামকে বিদায়ী সংবর্ধনা।
মোঃ মিরাজ শেখ
স্টাফ রিপোর্টার:
মাগুরা জেলার শ্রীপুর থানার সদ্য বিদায়ী অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাব্বারুল ইসলামকে মাগুরা রিপোর্টার্স ইউনিটি শ্রীপুর উপজেলা শাখার পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে।
সোমবার (৬ মে) বিকেলে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ কক্ষে এ সংবর্ধনা দেওয়া হয়। তিনি পরবর্তীতে মাগুরা জেলার সদর থানায় অফিসার ইনচার্জের দায়িত্ব পালন করবেন। বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাগুরা রিপোর্টার্স ইউনিটি শ্রীপুর উপজেলা শাখার সভাপতি মোঃ সিরাজুল ইসলাম টোকন, সাধারণ সম্পাদক বিকাশ বাছাড়, প্রচার সম্পাদক মোঃ মিরাজ শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক মোঃ জাকিউল আলম, দপ্তর সম্পাদক মোঃ রাব্বি হোসেন, কোষাধ্যক্ষ মোঃ রাশিদুল ইসলাম, সদস্য কাজী তুহিন আহমেদ, অমলেন্দু সরকার প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, ওসি জাব্বারুল ইসলাম শ্রীপুর থানায় যোগদানের পর শক্ত হাতে আইন শৃঙ্খলা রক্ষা করেছেন, যখন যে অবস্থায় আমরা যেভাবে সহযোগিতা চেয়েছি তিনি (ওসি) সাধ্যমত আমাদেরকে সহযোগিতা করেছেন। তিনি শ্রীপুর থানায় যোগদানের পর টানা তিনবার মাগুরা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন।
বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে ওসি মোঃ জাব্বারুল ইসলামের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করা হয়। সংবর্ধনার জবাবে ওসি মোঃ জাব্বারুল ইসলাম বলেন, শ্রীপুর থানায় দায়িত্ব পালন কালীন সময় রাজনীতিবিদ, সাংবাদিক, ব্যবসায়ী, আপামর সাধারণ মানুষের সহযোগিতা ও ভালোবাসায় সরকারি নির্দেশনা এবং আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে রেখে আমি সহ শ্রীপুর থানা পুলিশ সকল শ্রেণি পেশার মানুষের নিরাপত্তা সেবা দিয়েছি, দীর্ঘ সময় চলার পথে ভুল ত্রুটি থাকতে পারে তবে চেষ্টা করেছি সাধারণ মানুষের মাঝে পুলিশের সেবা পৌঁছে দেওয়ার, আপনারা সকলে মাদকের বিরুদ্ধে সোচ্চার থাকবেন, নিজের সন্তান পরিবারের সদস্যদের মাদক থেকে দূরে রাখবেন, ট্রাফিক আইন মেনে সতর্ক এবং সচেতন হয়ে পথ চলবেন।
আমাদের পুলিশের চাকরি বদলির চাকরি ব্যাড এন্ড ব্যাগেজ সব সময় সাথে থাকে, আজ আমার বদলী জনিত বিদায় বেলায় আপনাদের আস্থা, ভালোবাসা পেয়ে আমি ধন্য হয়েছি, এটাই আমার সবচেয়ে বড় অর্জন।