
মাগুরায় গণহত্যা,স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত।
সাজ্জাদুল রহমান, মাগুরা:
২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষ্যে মাগুরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বেলা ১২:১৫ মিনিটে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
উক্ত প্রস্তুতিমূলক সভায় মোহাম্মদ আবু নাসের বেগ জেলা প্রশাসক, মাগুরা সভাপতিত্বে উপস্থিত ছিলেন, মো আব্দুল কাদের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক),মোঃ কলিমুল্লাহ এডিশনাল এসপি (ক্রাইম এন্ড অপস্),মোঃ তারিফ উল-হাসান, উপজেলা নির্বাহী অফিসার মাগুরা সদর উপজেলা,
খুরশীদ হায়দার টুটুল, মেয়র মাগুরা পৌরসভা।
উক্ত প্রস্তুতিমূলক সভায় সভাপতি বক্তব্যে বলেন, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী পবিত্র রমজান এর জন্য এবারের ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস এ কোন প্রকার কুজকাওয়াজ ও ডিসপ্লে হবে না। এছাড়াও উক্ত সভায় উপস্থিত সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন এবং মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষ্যে সরকারি বিভিন্ন দিক নির্দেশনা বিস্তারিত আলোচনার মাধ্যমে সভার সমাপ্তি হয়।