শ্রীপুরে ৭ মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ দিবস পালিত
শ্রীপুর (মাগুরা) থেকে মোঃ মিরাজ শেখ:
বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মাগুরার শ্রীপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ ই মার্চের ভাষণ দিবস পালিত হয়েছে।
সকালে উপজেলা চত্বরে জাতির জনকের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ শেষে উপজেলা পরিষদ হলরুমে ঐতিহাসিক ৭ই মার্চ ভাষনের উপর ২০ মিনিটের ডকুমেনটরি প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এরপর প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ প্রতিযোগিতা, চিত্রাংকন প্রতিযোগিতা, কবি সৈয়দ সামছুল হক এর “আমার পরিচয় এবং মুক্তিযুদ্ধভিত্তিক কবিতা” আবৃত্তি প্রতিযোগিতা ও সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সকালে উপজেলা প্রশাসনের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার কমলেশ মজুমদার। এছাড়াও উপজেলা পরিষদ, উপজেলা আওয়ামী লীগ, শ্রীপুর সরকারি কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।