সবার কথা বলে

ঐতিহাসিক ৭ মার্চ পালিত

0 308

মাগুরায় নানা আয়োজনে ঐতিহাসিক ৭ মার্চ পালিত

 

সাজ্জাদুল রহমান মাগুরা:

 

মাগুরায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ মার্চ পালিত হচ্ছে। আজ মঙ্গলবার সকাল ১০ টায় ঐতিহাসিক নোমানী ময়দান প্রাঙ্গনে অবস্থিত শহীদ স্মৃতি স্তম্ভে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মাগুরা ১ আসনের সংসদ সদস্য এডভোকেট সাইফুজ্জামান শিখর, জেলা প্রশাসক,জেলা পুলিশ সুপার, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড, জেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন, পৌর মেয়র, সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন ও নানা শ্রেনীর পেশার মানুষ।

পরে স্থানীয় আসাদুজ্জামান মিলন আয়তনে আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক আবু নাসের বেগের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাগুরা ১ আসনের সাংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর ঐতিহাসিক ৭ই মার্চের গৌরবান্বিত ইতিহাস সম্পর্কে নতুন প্রজন্মকে সঠিক ধারণা নেওয়ার আহ্বান জানান এবং “স্বাধীনতাবিরোধী অপশক্তি এখনো দেশে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে, এর বিরুদ্ধে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

 

“স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে অপশক্তির চক্রান্ত এখনও চলছে। সাতই মার্চের চেতনায় জাতিকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানাই।

আলোচনা সভা শেষে,মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.