সবার কথা বলে

চাঁদপুর মতলব উত্তরের মানুষের দুর্ভোগের শেষ নেই।

0 357

চাঁদপুর মতলব উত্তরের মানুষের দুর্ভোগের শেষ নেই। কালিপুর টু হোলগাকান্দি এই নদীটুকু মতলবের মানুষের প্রতিনিয়তো দুর্ভোগ পোহাতে হয়। মতলবের মানুষের মাঝেমধ্যে এই নদীটুকু টলারে পার হওয়ার সময় ডাকাতের কবলে পড়তে হয়। তাই কর্তৃপক্ষের কাছে মতলব বাশির‌ প্রাণের দাবি তাড়াতাড়ি যেন সেতু নির্মাণ কাজ যেন চালু হয়।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.