
শ্রীপুরের দারিয়াপুর ডিগ্রী কলেজে নবীনবরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৩ অনুষ্ঠিত।
মোঃ মিরাজ শেখ
স্টাফ রিপোর্টার:
মাগুরা শ্রীপুরের দারিয়াপুর ডিগ্রী কলেজ আয়োজিত ২০২২-২৩ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের উপলক্ষে নবীনদের নবীন বরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে । বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুর ১টার সময় কলেজের মাঠ প্রাঙ্গনে অত্র কলেজ পরিচালনা পরিষদের সভাপতি ওবায়দুল হকের সভাপতিত্বে, অত্র কলেজের প্রিন্সিপাল রমেন্দ্রনাথ বছারের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানে উপস্থিত থেকে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কলেজ পরিচালনা কমিটি ও দাতা সদস্য বিশিষ্ট সাংবাদিক মতিয়ার রহমান ( টুকু ), দারিয়াপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নওজেস আলী বিশ্বাস, মোল্লা মতিয়ার রহমান, আতাউর রহমান বিশ্বাস, দারিয়াপুর ইউনিয়ন ছাত্র লীগের সভাপতি নাজমুল রাহুল, মাগুরা রিপোর্টার্স ইউনিটি শ্রীপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক বিকাশ বাছার, রাশিদুল ইসলাম, মোঃ এমদাদ সহ অন্যান্য সাংবাদিক বৃন্দ।
নবীনদের মধ্যে বক্তব্য রাখেন সাদিয়া অহনা, অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন, দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সাদিয়া ইসলাম। অনুষ্ঠানের প্রথম পর্ব শেষে দ্বিতীয় পর্বে, মনোজ্ঞ সংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয় ।