
শনির আখড়ায় ২০ কেজি গাঁজাসহ ০২ মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার।
বিশেষ প্রতিনিধি
মোঃ কামল:
রাজধানীর শনির আখড়া এলাকা থেকে গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা এর গোয়েন্দা- গুলশান বিভাগ।
গ্রেফতারকৃতরা হলো- মোঃ আলী হোসেন আকন ও মোঃ ফয়সাল আলম ওরফে জসিম। এসময় তাদের হেফাজত থেকে ২০ (বিশ) কেজি গাঁজা উদ্ধারমূলে জব্দ করা হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেওয়া গোয়েন্দা- গুলশান বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের টিম লিডার সহকারী পুলিশ কমিশনার বার্নাড এরিক বিশ্বাস সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত বৃহস্পতিবার (৯ মার্চ ২০২৩ খ্রি.) গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শনির আখড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে উদ্ধারকৃত মাদকদ্রব্য গাঁজাসহ আলী হোসেন ও মোঃ ফয়সাল আলমকে গ্রেফতার করা হয়।
এ সংক্রান্তে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা রুজু হয়েছে।