
মাগুরা পাসপোর্ট অফিসে বাংলাদেশী পাসপোর্ট করতে এসে আধার কার্ড সহ এক ভারতীয় নারী আটক।
মারুফ রায়হান মাগুরা থেকে:
ভারতীয় আধার কার্ড ধারী নাগরিক মাগুরা পাসপোর্ট অফিসে বাংলাদেশী পাসপোর্ট করতে এসে সবিতা রানী ঘোষ নামে একজন আটক হয়েছে। তাকে মাগুরা সদর থানায় সোপর্দ করা হয়েছে।
মাগুরা আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক নাসরিন পারভীন নুপুর জানান, আজ রবিবার দুপুরে মাগুরা শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামের পরিচয়ে সবিতা রানী ঘোষ নামে এক মহিলা পাসপোর্ট করতে আসে। তার কথাবার্তায় সন্দেহ হলে তার জাতীয় পরিচয় পত্র দেখানোর অনুরোধ করলে সে একই সাথে ভুলক্রমে বাংলাদেশি ন্যাশনাল আইডি কার্ড এবং ভারতীয় আধার কার্ড বের করে। ভারতীয় আধার কার্ডে দেখা যায় সে ভারতের পশ্চিম বঙ্গের নদীয়া জেলার বহিরগাছি গ্রামের বাসিন্দা।
জানতে পেরে আঞ্চলিক পাসপোর্ট অফিসার পুলিশ সুপারকে ফোন করে বিষয় টি জানালে মাগুরা থানা থেকে পুলিশ এসে আটক করে নিয়ে যায়।