সবার কথা বলে

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও শিশু দিবসে সৈয়দপুর আওয়ামীলীগ সারাদিনব্যাপী বিভিন্ন কর্মসূচি

0 666
বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও শিশু দিবসে সৈয়দপুর আওয়ামীলীগ সারাদিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করেন।
মাসুদুর রহমান
সৈয়দপুর, নীলফামারী:
নীলফামারীর, সৈয়দপুর ১৭ মার্চ ২০২৩ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে বিনম্র শ্রদ্ধা জানাতে সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে ৯:২০ মিনিটে সমবেত হয় উপজেলা আওয়ামীলীগ, পৌর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।
সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিকে পুষ্পমাল্য অর্পনের মাধ্যমে সকলেই শ্রদ্ধা নিবেদন করেন এবং ১০:৩০ মিনিটে শোভাযাত্রার মাধ্যমে উপস্থিত হয়ে সৈয়দপুর উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন। বিকাল ৪ টা ৩০ মিনিটে সৈয়দপুরের প্রধান প্রধান সড়কে শোভাযাত্রা ও আনন্দ রেলীর মাধ্যমে প্রদক্ষিণ করে স্থানীয় স্মৃতি অম্লান চত্বরে আলোচনা সভা, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠিত হয়। এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য জনাব রাবেয়া আলীম।
অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন মোঃ মোখছেদুল মোমিন সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান। পরিচালনা ও সঞ্চালনায় ছিলেন মো: মহসিনুল হক মহসিন, সাধারণ সম্পাদক,সৈয়দপুর উপজেলা আওয়ামীলীগ। আলোচনা সভায় বক্তব্য দেন রফিকুল ইসলাম বাবু, ভারপ্রাপ্ত সভাপতি,সৈয়দপুর পৌর আওয়ামীলীগ। ইঞ্জিনিয়ার সেকেন্দার আলী,সিনিয়র সহ-সভাপতি, সৈয়দপুর উপজেলা আওয়ামীলীগ। এ কে এম রাশেদুজ্জামান রাশেদ, সহ-সভাপতি, সৈয়দপুর উপজেলা আওয়ামীলীগ।
হিটলার চৌধুরী, সাংগঠনিক সম্পাদক, সৈয়দপুর উপজেলা আওয়ামীলীগ। সানজিদা আক্তার লাকি, মহিলা ভাইস চেয়ারম্যান, সভাপতি, সৈয়দপুর উপজেলা মহিলা আওয়ামীলীগ। আজমল সরকার, ভাইস চেয়ারম্যান, কার্যকরী সদস্য, সৈয়দপুর উপজেলা আওয়ামীলীগ। পৌর মেয়র, রাফিকা আক্তার জাহান বেবি, সভাপতি, পৌর মহিলা আওয়ামী লীগ। এছাড়াও বিভিন্ন সহযোগী অঙ্গ সংগঠনের নেত্রবৃন্দরা আলোচনা সভায় বক্তব্য দেন। আনন্দ উৎসবের মাধ্যমে সকলেই অনুষ্ঠানটি উপভোগ করেন।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.