সবার কথা বলে

জাতীয় সাপ্তাহিক বাংলার বর্ণমালা’র ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী

0 485

জাতীয় সাপ্তাহিক বাংলার বর্ণমালা’র ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী, প্রতিনিধি, সাহিত্য ও গুণিজন সংবর্ধনা অনুষ্ঠান ২০২৩ অনুষ্ঠিত।

নিজেন্ব প্রতিনিধিঃ

জাতীয় সাপ্তাহিক বাংলার বর্ণমালা’র ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী, প্রতিনিধি, সাহিত্য ও গুণিজন সংবর্ধনা অনুষ্ঠান ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

 

১৯ মার্চ ২০২৩ খ্রি. রোজ রবিবার বেলা ০৩.০০ ঘটিকা থেকে রাত ০৯.০০ ঘটিকা পর্যন্ত শ্যামপুর প্রেস ক্লাব মিলনায়তন, শ্যামপুর, ঢাকায় অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। জাতীয় সঙ্গীত পরিবেশন করার পর জাতীয় সাপ্তাহিক বাংলার বর্ণমালা’র প্রতিষ্ঠাবার্ষিকী’র কেক কাটা হয় এবং ফিতা কেটে অনুষ্ঠান উদ্বোধন ঘোষণা করা হয়।

 

চমৎকার পরিবেশে মনোমুগ্ধকর আবহে অনুষ্ঠিত এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ মোহাম্মদ আজহার, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, ঢাকা মহানগর দক্ষিণ, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মোস্তফা খান, ম্যানেজিং ডিরেক্টর, জোনাকী টেলিভিশন, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন শ ম দেলোয়ার জাহান, প্রতিষ্ঠাতা সভাপতি, ডাক বাংলা সাহিত্য একাডেমি ও সম্মানিত উপদেষ্টা, জাতীয় সাপ্তাহিক বাংলার বর্ণমালা।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিসেস নুরজাহান হাসান, সদস্য, বাংলাদেশ যুব মহিলা লীগ, ঢাকা মহানগর দক্ষিণ, ড. মোঃ আবু তাহের, লেখক ও সংগঠক, মাহবুবা লাকি, কবি ও কথাসাহিত্যিক, প্রতিষ্ঠাতা সভাপতি, বিশাল বাংলা সাহিত্য পরিষদ, সাইফুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক, জাতীয় শ্রমিক লীগ, শ্যামপুর থানা, ঢাকা মহানগর দক্ষিণ, আলহাজ্ব আব্দুল আজিজ সরকার, চেয়ারম্যান, ডিঙ্গামানিক ইউনিয়ন পরিষদ ও সদস্য, নড়িয়া উপজেলা আওয়ামী লীগ, এইচ এম রনি, সদস্য সচিব, জাতীয় সেচ্ছাসেবক পার্টি, ঢাকা মহানগর দক্ষিণ, মোঃ শফিকুল ইসলাম সাদ্দাম, সম্পাদক ও প্রকাশক, দৈনিক দিন প্রতিদিন ও সভাপতি, যাত্রাবাড়ী সাংবাদিক ক্লাব, লায়ন ছিদ্দিকুর রহমান, লেখক ও সংগঠক, মোঃ সাইদুজ্জামান শান্ত, ব্যবসায়ী ও সমাজ সেবক, সম্মানিত উপদেষ্টা, জাতীয় সাপ্তাহিক বাংলার বর্ণমালা, মোঃ মতিউর রহমান, বিশিষ্ট শিল্পপতি ও ব্যবসায়ী, মোঃ শহিদুল ইসলাম জনি, সভাপতি, শ্যামপুর থানা প্রেস ক্লাব, বিবি ফাতেমা, কবি ও মানবাধিকার সংগঠক, বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জহিরুল হক বিদ্যুৎ, কবি ও বাচিকশিল্পী, অসীম ভট্টাচার্য, কবি ও সংগঠক, শামীমা আক্তার, সাহিত্য বিষয়ক সম্পাদিকা, জাতীয় সাপ্তাহিক বাংলার বর্ণমালা, মাসুম আহমেদ রানা, কবি, শিক্ষক ও সংগঠক, দীনেশ চন্দ্র মন্ডল, কবি, শিক্ষক ও সংগঠক, মোঃ মনির হোসেন, সাধারণ সম্পাদক, শ্যামপুর থানা প্রেস ক্লাব প্রমুখ।

 

উক্ত প্রতিষ্ঠাবার্ষিকীতে সভাপতিত্ব করেন এম এ জব্বার, প্রধান নির্বাহী কর্মকর্তা, জাতীয় সাপ্তাহিক বাংলার বর্ণমালা।

 

অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্যে গণমাধ্যম ও সাহিত্যের নানাদিক আলোচনার পাশাপাশি জাতীয় সাপ্তাহিক বাংলার বর্ণমালা’র ভূয়সী প্রশংসা করেন। এমন আয়োজন পত্রিকা’র বিস্তারে ভূমিকা রাখবে এবং গণমাধ্যম, কবি ও সাহিত্যিকদের নতুন সৃষ্টিশীলতার ক্ষেত্রে উৎসাহিত প্রদান করবে। এমন পত্রিকার অনুষ্ঠান আয়োজনের জন্য পত্রিকা’র সাইফুল ইসলাম, প্রকাশক ও সম্পাদক এবং এম এ জব্বার, প্রধান নির্বাহী কর্মকর্তা’কে ধন্যবাদ জানান এবং আগামীতে এ প্রক্রিয়া অব্যাহত রাখার জন্য আহ্বান জানান। পুরো অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন মাহমুদা বেগম শিমু, কবি, শিক্ষক ও বাচিক শিল্পী।

 

পুরো অনুষ্ঠান সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শ্যামপুর থানা প্রেস ক্লাব। অনুষ্ঠানে প্রধান আলোচক, উদ্বোধক, বিশেষ আলোচক, বিশেষ অতিথিসহ, আগত সাংবাদিক, কবি ও সাহিত্যিকগণেরা কবিতা আবৃত্তি, বক্তব্য ও গান পরিবেশন করেন। সবশেষে আমন্ত্রিত সাংবাদিক, কবি, সংগঠক, সাহিত্যিক ও সাহিত্যানুরাগীদের মধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে বিশেষ অবদান রাখার জন্য সম্মাননা স্মারক ও সম্মাননা সনদপত্র প্রদান করা হয়।

 

সবশেষে অনুষ্ঠানের সভাপতি জাতীয় সাপ্তাহিক বাংলার বর্ণমালা’র এম এ জব্বার, প্রধান নির্বাহী কর্মকর্তা’র সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করা হয়।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.