সবার কথা বলে

ছিনতাইকৃত ট্রাক ও প্রায় দেড়লক্ষ টাকা সহ ২ ছিনতাইকারী আটক

0 593

সোনাইমুড়ীতে ছিনতাইকৃত ট্রাক ও প্রায় দেড়লক্ষ টাকা সহ ২ ছিনতাইকারী আটক।

একেএম মহিউদ্দিন,বিশেষ প্রতিনিধি :

সোনাইমুড়ী থানা পুলিশের টানা অভিযান চালিয়ে ছিনতাই কৃত সবজি বিক্রির ১,৪৬,০০০/-টাকা ও ছিনতাইকৃত ট্রাক উদ্ধার সহ ছিনতাইকারী চক্রের ২ জন সক্রিয় সদস্য আটক।

ঘটনার সংক্ষিপ্ত বিবরণঃ বাদী মোঃ মনির উদ্দিন (৪৫) এই মর্মে এজাহার দায়ের করেন যে, তিনি দীর্ঘদিন যাবত কাঁচা তরি-তরকারীর ব্যবসা করেন।তাহার এলাকার বিভিন্ন চাষীদের নিকট হইতে ১০ টন ঢেঁড়শ ক্রয় করিয়া ট্রাক বোঝাই করে ঢাকা শহরে পাইকারী তরকারী ব্যবসায়ীদের নিকট বিক্রয় করার উদ্দেশ্যে গত ১৮/০৩ /২০২৩ খ্রিঃ তারিখ বিকাল অনুমান ০৩.৩০ ঘটিকার সময় বাদীর নিজ এলাকা লক্ষীপুর জেলাধীন রামগতি থানাস্থ চরলক্ষী সাকিনের বয়ারচর রুহুল আমিন মার্কেটের সামনে হইতে বাদীর ভাড়া করা একটি ট্রাক যাহার রেজিঃ নং-ঢাকা মেট্রো ড-১২-৪৪৯২ নাম্বারধারী গাড়ীটিতে ১০ টন ঢেঁড়শ বিক্রির জন্য বোঝাই করিয়া উক্ত মালের চালান সহ বাদী ও ট্রাকটির ড্রাইভার মোঃ হান্নান (৩০), পিতা-আবু তাহের, সাং- ও ধারা মতে শ্যামনগ্রাম, পো- আলেকজান্ডার বাজার, থানা- রামগতি, জেলা- লক্ষ্মীপুর এবং বাদীর কর্মচারী মোঃ সিপন (৪৫), পিতা- মৃত জহিরুল হক বাচ্চু মিয়া, সাং-চরলক্ষী, ০৮নং গার্ড (রাজ্জাক মাস্টারের বাড়ী), ০৯নং চরলক্ষী ইউপি, থানা-রামগতি, জেলা- লক্ষ্মীপুর গণ ঢাকা কাওরান বাজার এর উদ্দেশ্যে রওয়ানা হয়। পথিমধ্যে ১৮/০৩/২০২৩ খ্রিঃ তারিখ বিকাল অনুমান ০৫.৩০ ঘটিকার সময় উষ্ণ ঢেঁড়শ বোঝাইকৃত ট্রাকটি নিয়ে তাহারা সোনাইমুড়ী থানাধীন সোনাইমুড়ী হাইওয়ে রোড ধরে বগাদিয়া সাকিনস্থ চেরাং বাড়ীর সামনে পর্যন্ত পৌঁছামাত্রই হাইওয়ে রাস্তার উপর পিছন থেকে আসা সিএনজি যোগে কয়েক জন লোক মুখে মাস্ক পরিহিত এ্যাক্সিডেন্ট করিয়া আসিয়াছিস, শালার পুত জলদী গাড়ী থেকে নাম”। বাদী এবং তাহার সহযোগী আসামীদের কথা মতো গাড়ী হইতে না নামায় আসামীরা অস্ত্র দিয়ে ভয়ভীতি দেখাইয়া জোরপূর্বক তাহাদেরকে নামাইয়া উক্ত ট্রাক গাড়ীর ড্রাইভার আব্দুল হান্নান এর নিকট হইতে নগদ ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা, ০১ টি Infinix ব্রান্ডের এন্ডয়েড মোবাইল সেট, যাহার IMEI NO-1) 357143140494581, IMEI NO-2 ) 357143140494599, যাহার মূল্য অনুমান ১০,০০০/- টাকা এবং কর্মচারী মোঃ সিপন এর নিকট হইতে নগদ ৪,০০০/- টাকা, ০১ Readmi 9 A এভড্রয়েড মোবাইল সেট, যাহার মুল্য অনুমান ১২,০০০/- টাকা নিয়ে জোরপূর্বক ছিনাইয়া নিয়া ট্রাক গাড়ী হইতে নামাইয়া দেয় এবং আসামীরা তাহাদেরকে সিএনজিতে উঠাইয়া অজ্ঞাত স্থানে নিয়া হাত পা বেধে অস্ত্রের ভয় দেখাইয়া বাদী এবং তাহার সহযোগীর কাছ থেকে উক্ত ট্রাক গাড়ীতে বোঝাইকৃত ১০ (দশ) টন ঢেঁড়শ যাহার বর্তমান বাজার মূল্য ৪,০০০০০/- টাকা সহ উক্ত ট্রাক গাড়িটি যাহার বাজার মূল্য ২৪,০০,০০০/- টাকা বলপূর্বক ছিনাইয়া নিয়ে ট্রাকটি চালাইয়া নিয়ে যায়। উক্ত ঘটনার বিষয়ে মাননীয় পুলিশ সুপার মহোদয় এর প্রত্যক্ষ দিক নির্দেশনায় সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ জিয়াউল হক এর নেতৃত্বে সোনাইমুড়ী থানার চৌকস টিম তথ্য প্রযুক্তি ও গুপ্তচরের মাধ্যমে আসামীদের সনাক্ত করতঃ সিএমপি, চট্টগ্রাম এর কোতোয়ালী থানা এলাকায় আত্মগোপনে থাকা অবস্থায় উক্ত থানা পুলিশের সহযোগীতায় ০২ জন ডাকাতকে আটক ও তাহের হেফাজত ও স্বীকারোক্তি মোতাবেক ঢেঁড়শ বিক্রির ১,৪৬,০০০/-টাকা এবং ছিনতাইকৃত ট্রাকটি উদ্ধার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামীর নাম-ঠিকানাঃ ১।ওয়াহিন উদ্দিন রানা প্রঃ কালা মিয়া প্রঃ কালা (৩১), পিতা-ফরিদ ব্যাপারী, সাং-বড়খেড়ী, ০৬নং ওয়ার্ড, ০৮নং বড়খেড়ী ইউপি, ২। মোঃ রুবেল (৩০), পিতা-মহিউদ্দিন, সাং-চরলক্ষ্মী, ০৯নং ওয়ার্ড, উভয় থানা-রামগতি, জেলা-লক্ষ্মীপুর।

জব্দকৃত/উদ্ধারকৃত আলামতঃ
ক) ঢেঁড়শ বিক্রির ১,৪৬,০০০০/- টাকা, (খ) ০১টি বড় ট্রাক গাড়ী।

পুলিশ জানায় নিয়মিত ছিনতাইকারীদেরকে গ্রেফতারের কার্যক্রম চলমান রয়েছে।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.