সবার কথা বলে

শ্রীপুরে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ-২০২৩ উদ্বোধন 

0 338

মাগুরার শ্রীপুরে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ-২০২৩ উদ্বোধন।

মোঃ রাব্বি হোসেন
মাগুরা জেলা প্রতিনিধি:
জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ-২০২৩ (১৯ মার্চ থেকে ২৫ মার্চ) ২০২৩  উদযাপন উপলক্ষে শিশু ও শিক্ষার্থীদের কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানোর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ মার্চ) দুপুরে শ্রীপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য বিভাগ। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আশরাফুজ্জামান লিটন, উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা সবিতা রানী ভদ্র, উপজেলা রিপোটার্স ইউনিটি সভাপতি সিরাজুল ইসলাম টোকন, শ্রীপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাশেম আলী প্রমুখ।
এছাড়াও স্কুলের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আশরাফুজ্জামান লিটন জানান, বঙ্গবন্ধুর ১০৩ তম জন্মদিন উদযাপন উপলক্ষে সপ্তাহ ব্যাপী স্বাস্থ্য বিষয়ক প্রচারনার যে কর্মসূচি স্বাস্থ্য অধিদপ্তর থেকে নিয়েছেন সেই কর্মসূচির আওতায় আমরা শিশুদের স্বাস্থ্য বিষয়ক পরামর্শ ও কৃমি নাশক ট্যাবলেট খাওয়াচ্ছি। উপজেলার সকল শিক্ষার্থীকে (যারা গত ৩ মাসের মধ্যে খায়নি) এই কর্মসূচির আওতায় আনা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার বলেন, শিশুদের সুস্থ মন ও সুস্থ মস্তিষ্কে পাঠদানের জন্য তাদের শরিরের প্রতি যত্নবান হতে হবে। যে কর্মসূচি পালিত হচ্ছে এটির অনেক গুরুত্বপূর্ণ দিক রয়েছে, এতে শিশুরা নিজেরা কৃমি থেকে বাচতে পারবে এবং তাদের পরিবারকে কৃমি ট্যাবলেট খেতে উদ্বুদ্ধ করবে।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.