সবার কথা বলে

সৈয়দপুরে রাস্তা সংস্কারের দাবীতে মানবববন্ধন

0 376
সৈয়দপুরে রাস্তা সংস্কারের দাবীতে মানবববন্ধন
মাসুদুর রহমান:
নীলফামারী সৈয়দপুর শহরের তামান্না মোড় থেকে ওয়াপদা পর্যন্ত জেলার সাথে একমাত্র সংযোগ যে রাস্তাটি অথচ সেই রাস্তা যেনো মৃত। রাস্তা নির্মান কিংবা সংস্কারে কোন উদ্যোগই নিচ্ছে না পৌর কর্তৃপক্ষ। এরই প্রতিবাদ নীলফামারীর সৈয়দপুরে ওয়াপদা মোড় হতে তামান্না মোড় পর্যন্ত খানাখন্দে ভরা দীর্ঘ ৪ কিলোমিটার রাস্তাটি পুননির্মানের দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচী পালন করেছে ভুক্তভোগী এলাকাবাসী।
ভুক্তভোগী গোলাহাট এলাকাবাসীর ব্যানারে শুক্রবার (১৭ মার্চ) সকাল সাড়ে ১০ টা থেকে ঘন্টাব্যাপি চলে ওই মানববন্ধন কর্মসূচী।
মানববন্ধনে ভুক্তভোগী ১, ২ ও ৩ নং ওয়ার্ডে বিপুল নারী পুরুষ, অটো ড্রাইভারসহ সর্বস্তরের মানুষ একত্রিত হলে দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে। প্রতিবছর রাস্তা সংস্কারের আশ্বাস দেন পৌরসভার মেয়র। কিন্তু কোনো কাজ হচ্ছে না। এই রাস্তাটি মাত্র কয়েক মাস পূর্বে সংস্কারের নামে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন সৈয়দপুর পৌরসভা মেয়র। এই রাস্তাটি লামসাম ভাবে সংস্কার করা হলেও খুব অল্পদিনেই পূর্বের অবস্থায় ফিরে আসে।
সৈয়দপুরের পৌর মেয়র রাফিকা আক্তার জাহান বেবি শহরের উন্নয়নের বিন্দুমাত্র আন্তরিক নন। অবিলম্বে মেয়রের পদত্যাগ দাবি করেন তারা। স্থানীয় নেত্রবৃন্দ বলেন বাজেট আসে কিন্তু রাস্তা ঠিক হয় না। মেয়রের স্বেচ্ছাচারিতায় পুরো শহরবাসী অতিষ্ঠ। তাই সকলেই এর প্রতিকার চায়। তারা বলেন এর প্রতিকার না হলে আমরা পৌরসভা ঘেরাও করব। আন্দোলন আরো জোরদার ও বেগবান করবো।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.