হাতিয়ায় মজিববর্ষ উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর দেয়া ঘর ও জমির দলিল পেল ৫৯ টি পরিবার।
মোঃএনায়েত হোসেন
নোয়াখালী জেলা প্রতিনিধি:
নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় মজিববর্ষ উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর দেয়া ঘর ও জমির দলিল পেল ৫৯ টি পরিবার।বুধবার (২২ মার্চ) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এ ঘরগুলো ভিডিও কনফারেন্স এর মাধ্যমে উদ্ধোধন করেন,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে গৃহ প্রদান অনুষ্ঠানে হাতিয়ার ৯ নং বুড়িরচর ইউনিয়নে মোট ৫৯টি ঘর শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।এছাড়া সারাদেশের সাথে মিল রেখে হাতিয়া উপজেলায় ভূমিহীন ও গৃহীন পরিবারের মাঝে এই গৃহগুলো হস্তান্তর করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কায়সার খসরু সভাপতিত্বে উপস্থিত ছিলেন,সাংসদ সদস্য আয়েশা ফেরদাউস,উপজেলা ভাইসচেয়ারম্যান এডঃ কেফায়েত উল্যাহ,উপজেলা সহকারী কমিশনার ভূমি গোলাম সরওয়ার,হাতিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ আমির হোসেন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বক্কার ছিদ্দিক বীর মুক্তিযোদ্ধা মানছুরুল হক,সাংবাদিক,উপজেলা পরিষদের সকল কর্মকর্তাগণ সহ উপকার ভোগীরা।
মাননীয় প্রধানমন্ত্রী আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় চতুর্থ পর্যায়ে দেশের ৩৯ হাজার ৩৬৫ টি গৃহহীন ও ভূমিহীন পরিবারের মাঝে ঘর বিতরণ করেন।৭ জেলার সব উপজেলাসহ সারাদেশের ১৫৯ উপজেলায় ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনা।