সবার কথা বলে

ইজিবাইকের পেছনে বাসের ধাক্কায় নিহত ১, আহত ২

0 363

ইজিবাইকের পেছনে বাসের ধাক্কায় নিহত ১, আহত ২

এস কে সালমান:

মাদারীপুরের মস্তফাপুরে শ্যামলী পরিবহনের ধাক্কায় অটো খাদে পড়ে ইয়ার হোসেন খান নামে এক ইজিবাইক চালক নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরো দুইজন। আহতদের সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শনিবার (২৫ মার্চ) দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের পাওয়ার হাউজের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইয়ার হোসেন একই উপজেলার ঘটমাঝি ইউনিয়নের ঝিকরহাটি গ্রামের ইলিয়াস খানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি ইজিবাইক যাত্রী নিয়ে মস্তফাপুর থেকে তাতীবাড়ী যাচ্ছিলো। পথিমধ্যে ঢাকা থেকে আসা বরিশালগামী শ্যামলী পরিবহন পিছন থেকে ইজিবাইকটিকে স্বজোরে ধাক্কা দেয়। এসময় পাশের খাদে পড়ে ইজিবাইকটি ধুমড়ে মুচড়ে যায়। পরে ঘটনাস্থল থেকে আহত অবস্থায় তিনজনকে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত্যু ঘোষণা করে। বাকি আহত দুজনকে সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মাদারীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ফয়জুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় তিনজনকে আহত অবস্থায় সদর হাসপাতালে নিয়ে আসলে একজন নিয়ে আসার আগেই তার মৃত্যু হয় এবং বাকি দুজনকে আমরা ভর্তি করে চিকিৎসা দিচ্ছি।

মস্তাপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম রসুল জানান, আমরা শুনে ঘটনাস্থলে গিয়ে আহতদের সদর হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করি এবং শ্যামলী পরিবহনটি ডাসার উপজেলার ভাঙ্গা ব্রিজ থেকে আটক করি। তবে চালক আগেই পরিবহন রেখে পালিয়ে যায়।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.