
টয়লেটে প্রসবের পর নবজাতককে রেখে পালালেন মা।
মোঃ মাসুদুর রহমান:
নীলফামারীর জলঢাকায় প্রসবের পর নবজাতককে হাসপাতালের টয়লেটে রেখে পালিয়েছেন মা।
২৬শে মার্চ রবিবার দুপুরে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই ঘটনা ঘটে।
হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, দুপুরে প্রসব ব্যথা নিয়ে হাসপাতালে আসেন ওই নারী। এক পর্যায়ে তিনি টয়লেটে যান। সেখানে বাচ্চা প্রসব হলে সটকে পড়েন।
পরে হাসপাতাল কর্তৃপক্ষ নবজাতককে উদ্ধার করে,
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রেজওয়ানুল কবির জানান, নবজাতকটির মা রুবিনা বেগম বলে জানা গেছে। প্রকৃত নাম ও ঠিকানা সনাক্তের চেষ্টা চলছে।