
মাগুরায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৩ পালিত
সাজ্জাদুল রহমান মাগুরা সদর:
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষ্যে শেখ মুজিবুর রহমান এর ঐতিহাসিক নেতৃত্ব এবং দেশের উন্নয়ন শীর্ষক আলোচনা সভা, সাংস্কৃতিক, পুরুষ্কার বিতরণ ২৬ মার্চ-২০২৩ রবিবার সকাল ৭:৩০ মিনিটে বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান মিলনায়তন, মাগুরায় অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মাগুরা মোহাম্মদ আবু নাসের বেগ সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংসদ সদস্য মাগুরা-১ আলহাজ্ব এ্যাড. সাইফুজ্জামান শিখর।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , পুলিশ সুপার মাগুরা মোঃ মশিউদ্দৌলা রেজা পিপিএম (বার), চেয়ারম্যান জেলা পরিষদ মাগুরা পঙ্কজ কুমার কুন্ডু,সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ মাগুরা জেলা শাখা আ.ফ.ম. আব্দুল ফাত্তাহ।
আজ ২৬ মার্চ সকাল ৭:৩০ মিনিটে মাগুরা আসাদুজ্জামান মিলনায়তনের স্মৃমিস্তম্ভে সংসদ সদস্য মাগুরা-১ এ্যাড. সাইফুজ্জামান শিখর ও জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ সহ সকল পেশার মানুষ শহীদের স্মৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন, স্মৃতিস্তম্ভে পুষ্পা অর্পণ শেষে নোমানী ময়দানে জেলা প্রশাসক বেলুন এবং শান্তির দূত পায়রা উড়িয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস অনুষ্ঠানের শুভ উদ্ভোদন ঘোষণা করেন, এপর্যায়ে চারটি দলের কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়, কুচকাওয়াজ শেষে, বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্য বলেন, আজকের স্বাধীনতা অর্জনের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ,তার জন্য আজ আমাদের স্বাধীনতা, আজ আমরা স্বাধীন। তিনি আরো বলেন যারা আমাদের দেশের মানুষকে নির্যাতন করছিলো সেই পাকিস্তানের আজ কি অবস্থা তাদের দেশ এখন দেউলিয়া আর বাংলাদেশ আজ উন্নয়ন দেশে পরিণিত হয়েছে, সর্বশেষ সকলকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করেন।
আলোচনা সভা শেষে সংসদ সদস্য মাগুরা-১ এ্যাড. সাইফুজ্জামান শিখর ও জেলা প্রশাসক মাগুরা মোহাম্মদ আবু নাসের বেগ উপস্থিতিতে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সভাপতির সমাপনি বক্তব্যর মধ্যে দিয়ে সাংস্কৃতিক, পুরুষ্কার বিতরণী অনুষ্ঠান শেষ হয়।