সবার কথা বলে

পুলিশি হয়রানির শিকার হলে কি করবেন

0 433

হঠাৎ বিনা কারনে পুলিশি হয়রানির শিকার হলে কি করবেন ?

পুলিশের বিরুদ্ধে মাঝে মধ্যেই আমরা দেখি নানান হয়রানির অভিযোগ আসে।
তবে পুলিশ কর্মকর্তা বা সদস্য কর্তৃক হয়রানির শিকার হলে তার প্রতিকারের ব্যবস্থা রয়েছে;
করা যায় অভিযোগ।
সেই অভিযোগ প্রমাণিত হলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয় পুলিশের বিরুদ্ধে।

কিন্তু অনেকেই তা জানেন না অভিযোগ কোথায় করতে হয়!

পুলিশ সদর-দপ্তরে স্থাপিত ‘আইজিপি’স কমপ্লেইন সেল’ ২৪ ঘণ্টাই চালু থাকে।
২০১৭ সালের ১৩ নভেম্বর ‘আইজিপি কমপ্লেইন সেল’ চালু করা হয়েছিল।
পুলিশ সদস্যের যেকোনো অপেশাদার ও অনৈতিক কর্মকাণ্ড সম্পর্কে এই সেলকে জানানো যায়।
সরাসরি, কুরিয়ার সার্ভিস কিংবা ডাকযোগে তথ্য জানানো যায়।

এছাড়া ০১৭৬৯-৬৯৩৫৩৫ ও ০১৭৬৯-৬৯৩৫৩৬ মোবাইল নম্বরে এবং complain@police.gov.bd
এই ই-মেইলেও অভিযোগ জানানো যায়।

এছাড়া হয়রানির শিকার যে কেউ ৯৯৯ নম্বরে অভিযোগ করতে পারেন।

পুলিশের যেকোনো সদস্যের বিরুদ্ধে অভিযোগ এলে সেটা সংশ্লিষ্ট ইউনিটে পাঠিয়ে দেয়া হয়।
তারা বিষয়টি খতিয়ে দেখে শাস্তির সুপারিশ করে থাকেন। পরে পুলিশ সদর দফতর থেকে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা ছাড়াও ফৌজদারি মামলা করা হয়। অভিযোগ প্রমাণিত হলে পুলিশের সব পর্যায়ের সদস্যের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়ে থাকে।

অথবা কোনো পুলিশ গ্রেফতার করতে আসলে ভয় না পেয়ে আগে পরওয়ানা দেখতে চাইবেন
তা দেখাতে না পারলে তার আই ডি কার্ড দেখতে চাইবেন সে কি আসলে সত্যিকার পুলিশ কিনা
নাকি ভুয়া পুলিশ।
ভুয়া পুলিশ হলে ৯৯৯ কল দিন।
এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নিন।

লেখক:
একেএম মহিউদ্দিন
শিক্ষানবিশ আইনজীবী

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.