মিছে মায়া
জাহাঙ্গীর আলম বেপারী
ভাবছিলাম তুই আপন হবি
হইবি নাকো পর।
মিছে মায়ায় স্বপ্ন দেখাই
হইয়া গেলি পর।
হগ্গল কথার জালবুনিয়ে
রংধনু রং নিজে হয়ে।
আমি পাগল তোর প্রেমেতে
লইলি না খবর।
প্রেম কলংকের দাগ লাগাইয়া
করলি দেশান্তর।
পর মানুষের সংগে যে তুই
বাধলি সুখের ঘর।