সবার কথা বলে

অসহায় হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সেলাই মেশিন বিতরণ

0 371

মাগুরায় জেলা পরিষদের উদ্যোগে অসহায় হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সেলাই মেশিন বিতরণ।

সাজ্জাদুল রহমান

মাগুরা সদর প্রতিনিধিঃ

মাগুরা জেলা অসহায় হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও আত্মকর্মসংস্থানের লক্ষ্যে প্রশিক্ষণ প্রাপ্ত হিজড়াদের মাঝে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান, ২৮ মার্চ মঙ্গলবার বেলা ১১:৩০ টার সময় জেলা পরিষদ মিলনায়তন, মাগুরা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জেলা পরিষদ মাগুরা বাদল চন্দ্র হালদার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চেয়ারম্যান জেলা পরিষদ মাগুরা পঙ্কজ কুমার কুন্ডু ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপ-পরিচালক সমাজ সেবা অধিদপ্তর মাগুরা মোঃ আশাদুল ইসলাম।

প্রধান অতিথি বক্তব্যে বলেন, হিজড়াদের আগে মানুষ খারাপ চোখে দেখতো বর্তমান মননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের কে নাগরিকত্ব দিয়েছেন, প্রধান অতিথি বক্তব্যে আরো বলেন, তিনি ইতিমধ্যে জেলা প্রশাসক এর সাথে কথা বলেছেন হিজড়া জনগোষ্ঠীর মানুষের জন্য মাগুরাতে বাসস্থান করার জন্য এবং সকল হিজড়া জনগোষ্ঠীর মানুষকে বলেন,তারা যেনো কর্ম শিখে  সাবলম্বী হয়। তাদের কে সকল বিষয় সাহায্য করার প্রতিশ্রুতি দেন প্রধান অতিথি বক্তব্যে। এছাড়াও প্রধান অতিথি বক্তব্যে বলেন, সমাজসেবা অধিদপ্তর থেকে প্রশিক্ষণ প্রাপ্ত ৫ জনকে দিয়ে শুরু হ‌য়েছে,ভবিষ্যতে আগ্রহীদের প্রশিক্ষণ দেওয়া হবে।

আলোচনা শেষে প্রধান অতিথি  প্রশিক্ষণ প্রাপ্ত হিজড়াদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন।

উক্ত অনুষ্ঠানটি পরিচালনায় করেন, ব্যক্তিগত সহকারী চেয়ারম্যান জেলা পরিষদ মাগুরা,কাজী ইকরামুল হক।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.