সবার কথা বলে

সোনাইমুড়ীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা আদায়

0 346

সোনাইমুড়ীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা আদায়।

একেএম মহিউদ্দিন

বিশেষ প্রতিনিধি:

নোয়াখালীর সোনাইমুড়ী আমিশাপাড়া ইউপি বাজারে বিভিন্ন অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১,৮০,০০০/- ( এক লক্ষ আশি হাজার) টাকা জরিমানা আদায়: ২৯/৩/২০২৩ তারিখ সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া বাজারে ভুয়া রেজিঃ নাম্বার ব্যাবহার করে ডাক্তারি প্রেশক্রিপশন প্রদান, লাইসেন্স ছাড়া ঔষধ বিক্রয়, অনুনোমোদিত ঔষধ বিক্রয় ও নোংরা, পঁচা ও বাসি খাবার বিক্রয় এবং স-মিলের অতিরিক্ত গাছ রেখে সরকারি রাস্তা দখল করার অপরাধে অপরাধ ১,৮০,০০০/- ( এক লক্ষ আশি হাজার) টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ ইসমাইল হোসেন। জরিমানা আদায়কারী প্রতিষ্ঠানসমূহের নাম: রিফাত ফার্মেসী ১৫,০০০/-, কিরণ হোমিও হল ৫,০০০/-, হাসিনা ফার্মেসী ২০,০০০/-, ধানসিঁড়ি হোটেল ২৫,০০০/-, ভুয়া ডাক্তার আবুল হাছান সজিব ১,০০,০০০/-, আমিনুল ইসলামের স-মিল ১৫,০০০/-

এই সকল আদালত নিয়মিত চলমান থাকবে।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.