
১৬ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে লালবাগ থানা পুলিশ।
মোঃ কামাল:
রাজধানীর আজিমপুর এলাকা থেকে গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা এর লালবাগ থানা পুলিশ।
গ্রেফতারকৃত ব্যক্তি হলো- মিজানুর রহমান। এসময় তার হেফাজত থেকে ১৬ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধারমূলে জব্দ করা হয়েছে।
ঢাকা এর লালবাগ বিভাগের লালবাগ জোনের সহকারী পুলিশ কমিশনার আশফাক আহমেদ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আজ বৃহস্পতিবার (৩০ মার্চ ২০২৩ খ্রি.) দুপুর ০২:০৫ টায় গোপন সংবাদের ভিত্তিতে লালবাগ থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) আনিছুর রহমানের নেতৃত্বে একটি টিম আজিমপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মিজানুরকে গ্রেফতার করে। এসময় মাদক ব্যবসায়ী মিজানুরের হেফাজত থেকে ২ টি লাল রঙের ট্রলি ব্যাগ তল্লাশি করে ১৬ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি বলেন, গ্রেফতারকৃত ব্যক্তি সীমান্তবর্তী জেলা কুমিল্লা থেকে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করতো।
এ সংক্রান্তে গ্রেফতারকৃতের বিরুদ্ধে লালবাগ থানায় একটি মামলা রুজু হয়েছে।