অন্যের দোষ বোকায় ধরে
রচনায়: সৈয়দ ইসমাইল হোসেন জনি
অন্যের দোষ ধরতে পটু
আছেন ভাই অনেক লোকে ,
করেন ফোঁস সেসব ছোটু
ময়লা দেন পরের চোখে ।
এদের সব মুখোশধারী
প্রমাণ পাই নিশ্চিত ভাবে ,
মানেন রব নর বা নারী
মনটা নীচ বুঝতে পাবে ।
গর্বের চাষ করেন মনে
হাজার ভুল কথার মাঝে ,
ঝগড়া হয় সবার সনে
আবার সেই মহৎ সাজে ।
অন্যের দোষ ধরেন যারা
তাদের কেউ কয়না জ্ঞানী ,
কি আফসোস যাবেন মারা
জগতময় সকল প্রাণী ।
জনির মন সরল বলে
সবাই দেয় মিথ্যার মালা ,
কেউবা কন নানান ছলে
এইটা খুব দহনজ্বালা ।
পরের ভুল ধরার আগে
নিজের দিক তাকাও সবে ,
ফোঁটাও ফুল সবার বাঁগে
জীবন ভর বিজয় হবে ।
যাইবে ভাই জীবন ক্ষয়ে
সাধের ধন থাকবে পড়ে ,
ভাবছি তাই অবাক হয়ে
অন্যের দোষ বোকায় ধরে।