আল্লাহকে আগে চিনো
কলমেঃ সৈয়দ ইসমাইল হোসেন
এস. আই. জনি
মনে বড়ো ব্যথা লাগে
আল্লাহকে চিনো আগে ,
ভেবে দেখো আগে-পিছে
তা-না হলে সবি মিছে ।
তাকে ছাড়া নাহি গতি
তিনি সেরা অধিপতি ,
যদি মনে আশা রাখো
দিবানিশি তাকে ডাকো ।
দিলে তাকে ভালোবাসা
মিটে যাবে সবি আশা ,
সে কামনা রাখো বুকে
রবে তুমি চিরসুখে ।
যিনি এটা ভালো বুঝে
বিধাতাকে তিনি খুঁজে ,
তারি প্রেমে ধ্যনে পরে
বারেবারে মনে করে।
নবী ও আল্লাহ মিলে
বাসা বাধে খাঁটি দিলে ,
যদি ডাকো খাঁটি মনে
ধরা দিবে এ জীবনে ।
জনি বলে শোনো সবে
ভালো পথে চলো ভবে ,
তুমি আমি যাবো মরে
সবি ভবে রবে পড়ে ।
থাকিবে না বাহাদুরি
কেনো এতো ছিনা জুড়ি ?
ইবাদতে মগ্ন থাকো
খাঁটি মনে তাকে ডাকো ।
দিওনাকো কভু ফাঁকি
নেকি তবে রবে বাকী ,
নিজেকে ভেবো না হীনো
আল্লাহকে আগে চিনো ।