
মাগুরার শ্রীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব দুই পরিবার
মোঃ মিরাজ শেখ:
মাগুরার শ্রীপুর উপজেলার কাদিরপাড়া ইউনিয়নের কুপুড়িয়া গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুইটি পরিবারের ২টি বসতঘর পুড়ে ছাই হয়েছে। এ ঘটনায় দুইটি ঘরে থাকা সবকিছু পুড়ে গেছে। শুক্রবার (৩১ এপ্রিল) সকাল ১০:৩০ মিনিটের সময় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও দুইটি ঘরের কোন মালামাল রক্ষা করতে পারেনি। ফলে ওই বাড়িতে বসবাসকারী দুইটি পরিবার একেবারে নিঃস্ব হয়ে গেছে। স্থানীয়রা জানান, সকালে বাড়ির বসবাসকারীরা যে যার মত কাজে থাকা অবস্থায় অগ্নিকান্ড ঘটে। একটি ঘরের পাশে অপর ঘর থাকায় মুহুর্তে আগুনের লেলিহান শিখা দাউ দাউ করে গোটা বাড়ি ছড়িয়ে পড়ে। ওই বাড়ির ক্ষতিগ্রস্ত মোঃ নায়েব মোল্লা বলেন, ‘আমাদের আর কিছু অবশিষ্ট নেই । আগুনে সব কিছু কেড়ে নিয়েছে। এমনকি, কি খাবো বা কি পরবো তারও কোন উপায় নেই।’ক্ষতিগ্রস্ত পরিবার দুইটি হলো- মোঃ নায়েব মোল্লা ও তার ছেলে মোঃ আশিক মোল্লা। স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণ আনতে ব্যর্থ হয়। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে এখনও সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি।

ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা গেছে, তাহারা ধারণা করছেন রান্নাঘরের চুলার ছাই থেকে আগুনের সূত্রপাত ঘটে। নিমিষেই আগুন ছড়িয়ে পড়ে তার ছেলে আশিক মোল্লার বাড়িতে। এলাকাবাসী আগুন দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে শ্রীপুর উপজেলা ফায়ার সার্ভিস ষ্টেশনে খবর পৌছালে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনের চেষ্টা চালালেও ততক্ষনে ২টি পরিবারের বসতবাড়ি, ধান, নগদ টাকা, প্রতিটি বাড়ির ঘরের সকল আসবাব সামগ্রীসহ পুরো বাড়ি পুড়ে ২টি পরিবারটি সর্বশান্ত হয়ে যায়। পরে ফায়ার সার্ভিস এর সহযোগিতায় সম্পূর্ণ আগুন নির্বাপীত হয়। এতে প্রায় ৮ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানায়। এ ব্যাপারে শ্রীপুর ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার শরীফ আমিনুল ইসলাম জানান, এ অগ্নিকান্ডে প্রায় ৮‘লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতির পরিমাণ আরো বাড়তে পারে বলেও জানান তিনি। তিনি আরো বলেন রান্নাঘরের চুলার ছাই থেকে আগুন লাগে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় কাদিরপাড়া ইউপি চেয়ারম্যান আয়ুব হোসেন খাঁন জানান, আগুনে পুড়ে দুটি পরিবার নিঃস্ব হয়ে গেছে। সংবাদ পেয়ে আমি চেয়ারম্যান হিসেবে ঘটনাস্থল প্রদর্শন করি এবং অসহায় ও নিঃস্ব পরিবারকে তাৎক্ষণিকভাবে এক বস্তা চাউল ও নগদ পাঁচ হাজার টাকা সহায়তা প্রদান করি। এছাড়াও তিনি পরিবারটিকে সাহায্য করার জন্য সকলের প্রতি অনুরোধ জানান।