সবার কথা বলে

পেট কেটে ভুঁড়ি বেরিয়ে পড়া নবজাতকের মৃত্যু

0 552
ক্লিনিকে সিজার করতে গিয়ে পেট কেটে ভুঁড়ি বেরিয়ে পড়া নবজাতকের মৃত্যু।
মাসুদুর রহমান:
নীলফামারীর সৈয়দপুরে সিজার করতে এসে এক নবজাতকের মেরে ফেলার অভিযোগ পাওয়া যায়। এটি ঘটেছে মঙ্গলবার শহরের সূর্যের হাসি ক্লিনিকে নবজাতকের বাবা রওশন সরকার রাজু জানান তার স্ত্রীর চাঁদনী বেগম (২২) প্রথম গর্ভধারণ করে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী গর্ভধারণ করাতে সকাল ১১ টায় তার স্ত্রী চাঁদনী বেগমকে সূর্যের হাসি ক্লিনিকে নিয়ে আসে। সেখানে ওই দিন বিকেল তিনটার দিকে সিজার করার পরামর্শ দেয় চিকিৎসকগণ।
সন্ধ্যার দিকে সিজার করলে একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করে। জন্মের পর শিশুটিকে অস্বাভাবিক অবস্থায় এভাবে দেখলে চিকিৎসক গণ ও কর্তব্যরত নার্স এম্বুলেন্সে রংপুরে নিয়ে গিয়ে চিকিৎসকের পরামর্শ নিতে বলা হয়। কিন্তু ওই নগরজাতকের বাবা মাইক্রো যোগে রংপুরে চিকিৎসকের পরামর্শ নিতে গেলে সেখানকার চিকিৎসকগণ বলেন এটা ভালো হওয়া সম্ভবপর নয়। পরবর্তীতে ওই নবজাতকের বাবা সৈয়দপুর  সূর্যের হাসি ক্লিনিকে তার নবজাতক সন্তানকে নিয়ে আসেন এবং অভিযোগ করে বলেন সন্তান জন্মগ্রহণের সময় অবহেলার কারণে এরকম সমস্যা হয়েছে। ইতিমধ্যে সৈয়দপুর শহরে ছড়িয়ে পড়ে সিজার করার সময় নবজাতকের ভুড়ি কেটে নাড়িভুড়ি বেরিয়ে পড়েছে। ক্লিনিকের সামনে বিষয়টি জানার জন্য প্রচন্ড জনসমাগম হলে সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল রায়হান এবং সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত অফিসার বিষয়টি গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করেন।
গাইনি বিশেষজ্ঞদের মতে মেডিকেল সাইন্স এটাকে গ্যাসট্রো স্কাইসিস বলে। তারা বলেন সিজার করার সময় বাচ্চার পেট কেটে ভুঁড়ি বের হওয়া সম্ভব নয়। এরকমটা হলে এত সময় নবজাতক বেঁচে থাকত না। গাইনি চিকিৎসকদের মতে সিজারের সময় কখনো এরকম হতে পারে না। তারা বলেন জন্মগত ত্রুটিযুক্ত এভাবেই জন্ম নেওয়া এই নবজাতকটি।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.