
মাগুরার শ্রীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব ৪ পরিবার
মোঃ মিরাজ শেখ(মাগুরা):
মাগুরার শ্রীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মন্মথনাথ বিশ্বাস, বাটুল বিশ্বাস, বাদল বিশ্বাস, বনোমালি বিশ্বাসের বাড়িতে আগুন লেগে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
শুক্রবার বিকেলে উপজেলার সব্দালপুর ইউনিয়নের জয়নগর গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডের ঘটনা জানার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমজার, সহকারী কমিশনার ভূমি শ্যামানন্দ কুন্ডু, সব্দালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পান্না খাতুন, সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলামসহ জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সার্বিক সহযোগিতার হাত বাড়িয়ে দেন।
ক্ষতিগ্রস্ত মন্মথনাথ বিশ্বাস বলেন, বিকেলে সব পুরুষ মানুষগুলো বাড়িতে ছিলাম না। এ সময় আগুনে সাড়ে ৬ লাখ টাকা, স্বর্ণালঙ্কার, ঘরের সকল ফসল ও আসবাবপত্র পুড়ে ছাঁই হয়ে গেছে। আমাদের আর কিছুই নেই। শ্রীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন মাষ্টার শরীফ আমিনুল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
এ ঘটনার সংবাদ পাওয়ার পর, শ্রীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স আগুন নিয়ন্ত্রণে কাজ করে। আগুনের ঘটনায় ৪ টি পরিবারের অপূরনীয় ক্ষতি হয়েছে