সবার কথা বলে

জামাত ও বিএনপির নৈরাজ্যের বিরুদ্ধে শান্তি সমাবেশ

0 474

সৈয়দপুরে জামাত ও বিএনপির নৈরাজ্যের বিরুদ্ধে শান্তি সমাবেশ।

মাসুদুর রহমান(নীলফামারী):

বাংলাদেশ আওয়ামী লীগ নীলফামারী সৈয়দপুর উপজেলা শাখার আয়োজনে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৮ এপ্রিল শনিবার সন্ধ্যা সাতটার সময় আওয়ামী লীগের কার্যালয় সংলগ্ন মদিনা মোড়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদ পরিবারের সন্তান মো: মহসিনুল হক মহসিন।

 

বিএনপি, জামাত জোট কর্তৃক দেশব্যাপী অরাজকতা, নৈরাজ্য, হঠকারিতা ও আগুন সন্ত্রাসীদের বিরুদ্ধে শান্তি সমাবেশে সভাপতিত্ব করেন সৈয়দপুর পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম বাবু।

 

এ সময় উপস্থিত ছিলেন, সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাসুদুর রহমান লেলিন এবং সৈয়দপুর পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন সরকার। উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক মোঃ মোস্তফা কামাল। সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মৃণাল কান্তি রায়। উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ দপ্তর সম্পাদক ফয়েজ আহমেদ। নুরুল আমিন সৈয়দপুর উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ও পৌর তাঁতী লীগের সভাপতি রুবেল বসুনিয়া সহ উপজেলা, পৌর আওয়ামীলীগসহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দগন।

 

এ সময় বক্তারা বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যখন উন্নয়নের মহাসড়কে সড়কে এগিয়ে চলেছে, ঠিক সেই মুহূর্তে বিএনপি জামাত দেশব্যাপী সন্ত্রাস নৈরাজ্য আর জনগণের মালামালের ক্ষতি করছে। যারা এদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে তাদেরকেই রাজপথেই কঠোরভাবে প্রতিহত করবে বাংলাদেশ আওয়ামী লীগ। আগামী ২০২৪ সালের জাতীয় নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ আবারও সরকার গঠন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

 

সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগ প্রাচীনতম বৃহৎ জনবান্ধব রাজনৈতিক সংগঠন। আওয়ামী লীগকে ফু দিয়ে উড়িয়ে দেওয়া যাবে না। বাংলাদেশের স্বাধীনতা থেকে শুরু করে সকল লড়াই সংগ্রাম আন্দোলন এ অবদান রেখেছে আওয়ামী লীগ। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে পদ্মা সেতু, মেট্রো রেল এর মতো স্বপ্নের বৃহৎ মেগা প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব হয়েছে। যা বিগত সরকারের আমলে কখনোই সম্ভবপর হয় নাই।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.