সবার কথা বলে

সোনাইমুড়ী প্রেসক্লাবের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

0 401

ঐতিহ্যবাহী সোনাইমুড়ী প্রেসক্লাবের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

একেএম মহিউদ্দিন(নোয়াখালী):

সোনাইমুড়ী প্রেসক্লবের উদ্যোগে গরীব, অসহায়, হতদরিদ্র, সুধীজনের সম্মানে আলোচনা সভা ও ইফতার মাহফিল
অনুষ্ঠিত হয়।

রবিবার( ৯ই এপ্রিল) সোনাইমুড়ী ফিদা কনভেনশন সেন্টারে এ আলোচনা ও ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী ও জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর আলম।

 

অনুষ্ঠানে অসহায় গরিব ও পথ শিশুদের হাতে ইফতার তুলে দেন ,প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারি আলহাজ্ব মো: জাহাঙ্গীর আলম।

সোনাইমুড়ী প্রেসক্লাবের সভাপতি খোরশেদ আলমের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক ইয়াকুব আল মাহমুদ এর সঞ্চালনায় ইফতারপৃর্ব আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিজাম উদ্দিন সুজন, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আবু সায়েম, জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান মোশাররফ হোসেন দুলাল, উপজেলা নির্বাচন কর্মকর্তা আহসান হাবিব, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, সোনাইমুড়ী প্রেসক্লবের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক সালাউদ্দিন পাটোয়ারী, সিনিয়র সহ-সভাপতি বেলাল হোছাইন ভূঁইয়া, উপজেলার যুবলীগের যুগ্ম আহবায়ক ইয়াসিন ভূঁইয়াসহ সোনাইমুড়ী প্রেসক্লাবের সদস্য, উপজেলার কর্মরত গণমাধ্যম কর্মীরা।

 

এছাড়াও উপস্থিত ছিলেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুধীমহল, ব্যবসায়ী ও সাংস্কৃতিক নেতৃবৃন্দ।
বক্তারা বলেন সোনাইমুড়ী প্রেসক্লাবের সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে সঠিক সময়ে সত্য নিউজ তুলে ধরার আহবান জানান।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.