সবার কথা বলে

পথের দিশা

0 409

পথের দিশা

রচনায়ঃ সৈয়দ ইসমাইল হোসেন জনি

থমকে যাবে জীবন চাকা
মাটির নিচে পরবে ঢাকা ,
থাকবে নাকো ধরার পরে
হঠাত করে যাইবে মরে ।

আপন বলে ভাবছো যারে
রইবে সেকি তোমার ধারে ?
পাড়ের কড়ি থাকলে সাথে
বাঁচার দিশা মিলবে তাতে ।

আমল গুলো হইলে ভালো
আঁধার ঘরে জ্বলবে আলো ,
পাপের থলি রাখলে ভরে
পাইবে মুক্তি কেমন করে ?

সঠিকভাবে চলতে শেখো
ধর্মের প্রতি ঈমান রেখো ,
সময় যদি লাগাও কাজে
থাকবে সুখে কবর মাঝে ।

মরণ কথা স্মরণ করো
ধর্মের নীতি আঁকড়ে ধরো ,
ঘুরছো মিছে ধনের পিছু
তোমার সাথে যাইবে কিছু ?

কাফন পরে বিদায় নিবে
আর কি কিছু তোমায় দিবে ?
গায়ের বস্ত্র রাখবে খুলে
সেসব কথা কেমনে ভুলে ?

মনকে করো ফুলের মতো
রবের কাছে হওগো নতো ,
জীবন বাতি নিভলে পরে
থাকবে একা মাটির ঘরে ।

সাধের দেহ পোকায় খাবে
তোমার সাথে কেউ কি যাবে ?
ভবের সুখে বিভোর হলে
ভাসতে হবে নয়ন জলে ।

বিবেক কাজে লাগাও সবে
হঠাত করে মরণ হবে ,
ন্যায়ের পথে জীবন গড়ো
নকল ছেড়ে আসল ধরো ।

ফালতু কাজে সময় গেলে
মরার পরে আজাব মেলে ,
মানুষ হয়ে আসছো ভবে
ঈমান নিয়ে মরতে হবে ।

মরণ নিবে তোমায় ধরে
দেখছো সেটা হিসাব করে ?
জনির কথা নয়কো মিছা
খুঁজতে থাকো পথের দিশা ।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.