সবার কথা বলে

অন্ধ পরিবারের পাশে দাঁড়ালেন শ্রমিক লীগের সভাপতি মোঃ আক্কাস আলী

0 371

তিন অন্ধ পরিবারের পাশে দাঁড়ালেন শ্রমিক লীগের সভাপতি ও রেনেসাঁর মালিক মোঃ আক্কাস আলী।

মুন্সিগঞ্জ প্রতিনিধি:

 

আজ ১৪ই এপ্রিল ২৩ইং রোজ শুক্রবার মুন্সিগঞ্জ মিরকাদিম পৌরসভার তিলারদির চর খাদ্য গুদাম সংলগ্ন শাহীন এর অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন মুন্সীগঞ্জ জেলা শ্রমিক লীগের সভাপতি ও রেনেসাঁর মালিক মোঃ আক্কাস আলী।

এলাকাবাসীর কাছে জানা যায় ছেলে শাহীন, মা রাজিয়া, বোন সোনিয়া এই তিন জনই অন্ধ ও একজন পঙ্গু। তাদের রুজিরোজগার করার মতো কেউ নেই। পরিবার টি দীর্ঘ সময় ধরে বিভিন্ন সমস্যার মধো দিয়ে জীবন-যাপন করে যাচ্ছে। ঠিক এই বিপদের সময় মানবতার হাত বাড়িয়ে দিলেন রেনেসাঁ মালিক মোঃ আক্কাস আলী।

তিনি প্রায় দেড় মাসের খাবার সামগ্রী উপহার দিলেন এই অসহায় শাহিনের পরিবারের হাতে।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.