
শ্যামপুর থানা জাতীয় শ্রমিকলীগের সাধারন সম্পাদক সাইফুল ইসলাম বাবুর উদ্যােগে ঈদ বস্ত্র সামগ্রী বিতরণ।
এম এ জববারঃ
রাজধানীর ঢাকায় শনিবার ১৫ই এপ্রিল ২০২৩ ইং বিকাল ৪ ঘটিকার সময়, শ্যামপুর থানা জাতীয় শ্রমিকলীগের সাধারন সম্পাদক, সাইফুল ইসলাম বাবুর উদ্যােগে ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নিদের্শক্রমে, গরীব দুঃখী, মেহনতি মানুষের মধ্যে ঈদ বস্ত্র সামগ্রী বিতরণ করা হয়।
উক্ত ঈদ বস্ত্র সামগ্রী বিতরণী আয়োজনে, শ্যামপুর থানা জাতীয় শ্রমিকলীগের সাধারন সম্পাদক, সাইফুল ইসলাম বাবু এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, জনাব মোঃ নূর নবী, সহকারী পুলিশ কমিশনার, শ্যামপুর জোন, ওয়ারী বিভাগ, ডিএমপি, ঢাকা।
এছাড়ও উক্ত ঈদ বস্ত্র সামগ্রী বিতরণী আয়োজনে বিশেষ অতিথি ছিলেন, জনাব প্রলয় কুমার সাহা – অফিসার ইনচার্জ, কদমতলী থানা, ডিএমপি ঢাকা, জনাব সজীব দে, পুলিশ পরিদর্শক (তদন্ত) কদমতলী থানা, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ঢাকা।
জনাব হাজী বদরুল আলম লাবু-সদস্য, প্রচার ও প্রকাশনা কেন্দ্রীয় উপকমিটি, বাংলাদেশ আওয়ামীলীগ। উপস্থিত ছিলেন জনাব ফেরদৌস আলম সরদার, ইন্সপেক্টর অপারেশন, কদমতলী থানা, পিএমপি, ঢাকা।
জনাব মোঃ নূর নবী, সহকারী পুলিশ কমিশনার, শ্যামপুর জোন, ওয়ারী বিভাগ, ডিএমপি, ঢাকা, তিনি বলেন, রমজান মাস সিয়াম সাধনার মাস। ধর্মীয় বিশ্বাস আর রমজানের শিক্ষা বাস্তব জীবনে ধারণ করে সকল মানুষের মাঝে ভ্রাতৃত্ববোধ ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সামনে এগিয়ে যেতে হবে।
এছাড়া উক্ত ঈদ বস্ত্র সামগ্রী বিতরণী আয়োজনে শ্যামপুর থানা জাতীয় শ্রমিকলীগের সকল নেতাকর্মী ও আওয়ামীলীগের সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মী’রা উপস্থিত ছিলেন।
এছাড়াও বক্তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দক্ষ হাতে দেশের হাল ধরে আজ দেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করেছেন। এই ধারাবাহিকতা বজায় রাখতে আবারও আওয়ামীলীগকে ক্ষমতায় আনতে হবে।
এসময় এলাকার গরীব, দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ঈদ বস্ত্র সামগ্রী বিতরণ করা হয়।