সবার কথা বলে

গণমাধ্যমকে আরও দায়িত্বশীল হতে হবে

0 461

‘গণমাধ্যমকে আরও দায়িত্বশীল হতে হবে’ -মোঃ মহিউদ্দিন খোকা

অর্ণব:

সাংবাদিক ও গণমাধ্যমকে আরও দায়িত্বশীলতার সঙ্গে খবর প্রচার করতে হবে। দেশ, জাতি ও সমাজের জন্য কল্যাণ বয়ে আনে, এমন খবর পরিবেশন করতে হবে। এমন কিছু প্রচার বা প্রকাশ করা যাবে না, যার জন্য দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয় বা সমাজের ক্ষতি হয়।

শনিবার (১৫ এপ্রিল) রাজধানীর বনশ্রীতে একটি রেস্টুরেন্টে ডিকে নিউজ নামে একটি অনলাইন নিউজপোর্টালের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এভারকেয়ার ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের সৌজন্যে বিশেষ ম্যাগাজিন এর উন্মোচন ও ইফতার মাহফিলে প্রধান অতিথির আসনে এসব কথা বলেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ মোঃ মহিউদ্দিন খোকা।

প্রাবন্ধিক ও ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক কামরুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃমহিউদ্দিন খোকা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিটিআরসির সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ কামাল হোসেন ফরাজী, অর্থ মন্ত্রণালয়ের সাবেক অডিট অফিসার মো. মজিবর রহমান, আইডিয়াল স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক খলিলুর প্রমুখ। এতে ফারজানা লাইজু’র সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ডিকে নিউজের সম্পাদক ও প্রকাশক আবু রায়হান অর্নব।

অনুষ্ঠানে প্রধান অতিথি মোঃ মহিউদ্দিন খোকা, অনলাইন সাংবাদিক ফোরামে প্রধান সমন্বয়কারী শরীফ মাসুম,বিটিআরসির সিনিয়র সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার কামাল ফরাজি, ভিশন ৭১ ডেভেলপমেন্ট লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক আতিকুর রহমান খান আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ এর সিনিয়র শিক্ষক খলিলুর রহমান,মজিবর রহমান,মুস্তাফিজুর সুমন,আব্দুর রাজ্জাক সিকদার, ,ইয়ুথ জার্নালিস্ট কমিউনিটি, সেচ্ছাসেবীকা ফারজানা লাইজু, সহ বেশ কয়েকটি সামাজিক সংগঠন ও ব্যক্তিদের সম্মাননা জানানো হয়। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন এভারকেয়ার ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.