
সোনাগাজী ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত
একেএম মহিউদ্দিন:
ঢাকার স্থানীয় একটি রেস্টুরেন্টে সোনাগাজী ফোরাম ঢাকার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাগাজী ফোরাম ঢাকা’র প্রধান উপদেষ্টা, সোনাগাজী দাগনভূঞা উন্নয়ন পরিষদের চেয়ারম্যান ও ফেনী ফোরাম ঢাকা’র সেক্রেটারি ডা: মুহাম্মদ ফখরুদ্দীন মানিক। সভাপতিত্ব করেন সোনাগাজী ফোরাম ঢাকা’র সভাপতি ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ইবরাহীম বাহারী ।
ফোরামের সেক্রেটারি বিশিষ্ট ব্যবসায়ী এম আর করিম সবুজের পরিচালনায় উক্ত ইফতার মাহফিলে বক্তব্য রাখেন ফোরামের সহ-সভাপতি ও লিজেন্ড স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল ড. মু. জসিম উদ্দিন ফরায়েজী, সহকারী সেক্রেটারি ও তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার প্রভাষক মাওলানা শরিফুল ইসলাম , মানবাধিকার সম্পাদক ও মেঘনা গ্রুপের ডি জিএম সাইফুদ্দিন সুমন, অর্থ সম্পাদক মোঃ আব্দুল বাতেন শাহীন , সহকারী অর্থ সম্পাদক মোঃ আব্দুল হাদী , সাংস্কৃতিক সম্পাদক আব্দুল আউয়াল ফারুক খাঁন ,আইটি সম্পাদক এডভোকেট মোঃ সালাহ উদ্দিন আইয়ুবী প্রমুখ।
মাহফিলে ফোরামের অন্যান্য সদস্য ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।