
ঠাকুরগাঁওয়ে কৃষক লীগের ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
মোঃ সাইফুল ইসলাম (ঠাকুরগাঁও):
বাংলাদেশ কৃষক লীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ঠাকুরগাঁওয়ের জাতির জনক শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
বুধবার সকালে ঠাকুরগাঁও জেলা কৃষক লীগ এর আয়োজনে শহরের ডাকবাংলা চত্বরে জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা কৃষকলীগ সভাপতি শিক্ষক পবারুল ইসলাম, সাধারণ সম্পাদক ফরহাদ আহাম্মেদ চৌধুরী রিঙ্কু সহ জেলা কৃষকলীগের নেতাকর্মীরা। পরে ঠাকুরগাঁও সদর উপজেলা কৃষকলীগ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পর্গ অর্পণ করেন। শ্রদ্ধা নিবেদন শেষে জেলা কৃষক লীগ ও সদর উপজেলা কৃষক লীগ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফেরাত কামনা ও দেশ ও জাতির কল্যাণে মোনাজাত করেন।
উল্লেখ ১৯৭২ সালের ১৯ এপ্রিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশে বাংলাদেশ কৃষকলীগ প্রতিষ্ঠা করেছিলেন। কৃষক লীগের ৫১ বছর পূর্তি উপলক্ষ্যে সংগঠনের পক্ষ থেকে সারাদেশে সপ্তাহব্যাপী অনুষ্ঠানের আয়োজনের ঘোষণা দিয়েছে সংগঠনটি।