
এখলাছপুর ইউনিয়নে তানভীর হুদার পক্ষ হতে প্রবাসীদের ঈদ উপহার।
শামীম আহম্মেদ জয় (মতলব চাঁদপুর):
চাঁদপুর ২ আসনের সাবেক সফল মন্ত্রী মরহুম নুরুল হুদার সুযোগ্য উত্তরসূরি জনাব তানভীর হুদার পক্ষ হতে মতলব উত্তরে এখলাছপুর ইউনিয়ন প্রবাসীদের উদ্যোগে নেতাকর্মীদের মাঝে ঈদ সামগ্রী বিতরন করা হয়। ঈদ উপহার সামগ্রী বিতরনে অংশ গ্রহন করেন।
আবুল হাসান মিঠু, শামীম আহমেদ, সিপন মোল্লা.মোশারফ হোসেন,বাবু, সিপন শাহ.. আলিম খান,সোহাগ নেতা.বিল্লাল হোসেন. সোহরাব হোসেন. ফুয়াদ হাসান. অরুন মিয়াজি. কাদির সুমন..মইনউদ্দিন.
সার্বিক সহযোগীতায় ছিলেন,এখলাছপুর ইউনিয়ন বিএনপি নেতা জনাব বিল্লাল হোসেন।