সবার কথা বলে

সখিনা মোতাহার কল্যাণ ট্রাস্টের উদ্যোগে গরীব দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

0 328

সিরাজগঞ্জে সখিনা মোতাহার কল্যাণ ট্রাস্টের উদ্যোগে গরীব দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ।

মোঃ আব্দুর রব মনসুর:

সিরাজগঞ্জে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিরাজগঞ্জ পৌর এলাকার ১৫টি ওয়ার্ডের ৬ শতাধিক অসহায় দুস্থ পরিবারের মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৮ই এপ্রিল ) সকালে এস এস রোডস্থ জেলা আওয়ামীলীগের কার্যালয়ে সখিনা মোতাহার কল্যাণ ট্রাস্ট সিরাজগঞ্জের আয়োজনে গরীব অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী উপহার হাতে তুলে দেন অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট কেএম হোসেন আলী হাসান।

এসময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সখিনা মোতাহার কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা ডঃ জান্নাত আরা হেনরী তালুকদার।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন ভাষা সৈনিক ও সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি মরহুম মোতাহার হোসেন তালুকদারের সুযোগ্য পুত্র লাম কনস্ট্রাকশনের পরিচালক ও বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী শামীম তালুকদার লাবু। জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফারজানা সিদ্দিক অপু আরো উপস্থিত ছিলেন পৌর ওয়ার্ড আওয়ামী লীগের নেতা কর্মী ও গন্যমান্য ব্যক্তিবর্গ।

এসময় প্রধান অতিথি জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কেএম হোসেন আলী হাসান বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও দুস্থ গরীব মানুষের পাশে আছে এই সখিনা মোতাহার কল্যাণ ট্রাস্ট।

বর্তমান সরকার সাধারণ ও দরিদ্র মানুষের আর্থ-সামাজিক ও ভাগ্য উন্নয়ন বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা সহ নানা ভাবে মানুষকে সহযোগিতা করে আসছেন। সরকারি ভাবে ও হাজার হাজার মানুষকে সহায়তা দেওয়া হচ্ছে।

পাশাপাশি যারা বিত্তবান আছেন তাদের ও এগিয়ে আসা উচিত। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে আমি এবং আমার পরিবার চেষ্টা করি একটি মানুষ যেন ঈদ কষ্টে না করে। ঈদের দিন ধনী গরীব সবাই একসাথে ঈদ করবে এটাই তো আনন্দের বিষয়।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.