সবার কথা বলে

সূর্য

0 346

সূর্য
মোঃ জাহাঙ্গীর আলম বেপারী

সারাটি রজনী অপেক্ষায় কাটিল
কখন আসবে তুমি।
ঘুচিবে আধার জাগিবে আলোয়
দেখিব আখিতে সবি।

পুর্বাকাশে রক্তিম আঙ্গিকে
সোনালী ভংঙিতে আসি।
বিষন্নতার পরে পশ্চিমে যেয়ে
রক্ত লালিমায় হারাবে শেষে।

তোমার আগমনে মুগ্ধপৃথিবী
অপরুপ মায়াবী মাধুরী স্নিগ্ধ।
তুমি আছো বলেই দিনরাত মধুময়
তাইতো অভিনন্দন তোমায় সুর্য।

তোমার আলোতে আলোকিত ভুবন
তুমি বিধাতার দান।
তুমি নাএলে সবিহতো নিরর্থক
আধারে লুটাতো সৃষ্টির প্রান।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.