
ঈদ সালামী
রচনায়ঃ সৈয়দ ইসমাইল হোসেন জনি
ঈদ সেলামী পাবার জন্যে
আপনজনের কাছে ,
ছোট বেলায় হতাম হন্যে
ঘুরতাম আশেপাশে ।
আদর করে সালামী দিতো
আমার আপন লোকে ,
কেউবা আবার কোলে নিতো
চুম দিতো দুই চোখে ।
নতুন পোষাক গায়ে পরে
করতাম ছুটোছুটি ,
মামা কাকাকে জড়িয়ে ধরে
কত কিযে খুনসুটি ?
সালাম দিলেই টাকা দিয়ে
বুকে টেনে নিতো সবে ,
হৃদয় ভরা আনন্দ নিয়ে
মাততাম কলরবে ।
নতুন নোটের মৌ মৌ গন্ধে
খুশির দোলা লাগতো ,
ঈদ সালামীর সে আনন্দে
অনেক স্বপ্ন জাগতো ।
হাসি দিতাম খুশির চোটে
কি বর্ননা দেবো আমি ?
স্মৃতির পাতায় ভেসে ওঠে
খুশির ঈদ সালামী ।