
মাদারীপুরের রাজৈর ও শিবচরে পৃথক সড়ক দূর্ঘটনায় শিশুসহ ২ জনের মৃত্যু
মাদারীপুর পুর প্রতিনিধি:
মাদারীপুরের রাজৈর বৌলগ্রামে যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেল আরোহী মাদ্রাসা ছাত্র রাকিব হাওলাদার সোমবার বিকালে ও শিবচর রাজৈর সীমান্তবর্তী এলাক পশ্চিম নিলখিতে অটোরিক্সার থাক্কায় পথচারী শিশু সারা আক্তার সকালে নিহত হয়েছে।
রাকিব হাওলাদার রাজৈর উপজেলা হোসেনপুর গ্রামের মৃত শিদ্দিক হাওলাদারের ছেলে অপরদিকে নিহত সাড়া পশ্চিম নিলখির গ্রামের শাহিন মাতুব্বরের মেয়ে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, সোমবার ৪টার দিকে ঢাকা- বরিশাল মহাসড়কের মাদারীপুর জেলার রাজৈর উপজেলার বৌলগ্রাম পল্লী বিদ্যুৎ অফিসের সামনে বরিশাল থেকে ঢাকাগামী গ্লোবাল পরিবহনের(ঢাকা মেট্রো ব- ১২-০৫-১২) সাথে মাদারীপুরগামী একটি পালসার মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সংঘর্ষে রাকিব হাওলাদার ঘটনাস্থলেই মারা যায়।
অপরদিকে শিবচর উপজেলার রাজৈরের সীমান্তবর্তী এলাকার পশ্চিম নিলখী গ্রামে রাস্তার পাশে খেলা করার সময় ইজিবাইকের ধাক্কায় নুঝহাত সাড়া নামে এক শিশু গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
মস্তফাপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি আবু নাঈম মোঃ মোফাজ্জেল হক জানান, বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাকিব মারা যায়। তাদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাদারীপুর পাঠানো হয়েছে। ঘাতক বাস ও চালককে আটক করা হয়েছে।