
দর্শানার্থীদের উপস্থিতে উৎসব মুখোর মতলবের ষাটনল পর্যটন কেন্দ্র।
শামীম আহম্মেদ জয়
মতলব চাঁদপুর প্রতিনিধি:
ঈদ মানে আনন্দ, আর ঈদে ভ্রমন করতে পছন্দ করেন না এমন মানুষ খুজে পাওয়া বড়ই মুশকিল।
মতলব উত্তর উপজেলার ষাটনল ইউনিয়নে অবস্থিত ষাটনল পর্যটক কেন্দ্র, পর্যটক কেন্দ্রটি ষাটনল লঞ্চঘাট সংলগ্ন ও মেঘনা নদীর তীর ঘেষে হওয়ায়, এখানে ঈদ এবং ঈদ পরবর্তী সময়গুলো হাজার হাজার ভ্রমন পিয়াসু মানুষের সমাগম হয়।
কয়েকজন পর্যটকের সাথে আলোচনা করলে তারা জানায়, এখানে আসলে নদী দিয়ে বয়ে যাওয়া দক্ষিন অঞ্চলের দোতালা ও বিলাস বহুল লঞ্চগুলো পর্যটনের সৌন্দর্য আরো বাড়ীয়ে তুলে।
তারা আরো বলেন, সরকার যদি এটাকে সংস্কার করে আরো উন্নত করে তাহলে আরো পর্যটকের সমাগম বাড়বে বলে আশা করেন পর্যটকরা।
তলব উত্তর উপজেলায় ১৪ টি ইউনিয়ন ও একটি পৌরসভার ভ্রমন পিয়াসু মানুষের পছন্দের স্থান হলো ষাটনল পর্যটন কেন্দ্র।