
লিখতে গেলেই
মোঃ জাহাঙ্গীর আলম বেপারী
লিখতে গেলেই সত্যকথা লিখতে হয়। মারাত্বক ঝুঁকি বলে সত্যকে সবাই এড়িয়ে যায়।
লিখতে গেলেই ন্যায্যকথা লিখতে হয়।
কিন্তু ন্যায্যবলা যে, শত্রুতা বাড়ায়।
লিখতে গেলেই অন্যায়ের বিরুদ্ধে লিখতে হয়।
কিন্তু প্রতিবাদে যে, কেউ পাশে নাহি রয়।
লিখতে গেলেই ভদ্রতার সৌহার্দ লিখতে হয়।
ভদ্রতা এখন দুর্বলতা একথা জানে সবাই।
লিখতে গেলেই মাদকের বিরুদ্ধে লিখতে হয়।
কিন্তু ভয় মাদক চালানতো দাদাদেরই রয়।
লিখতে হলেই ঘুসের কথা লিখতে হয়।
কিন্তু ঘুসছারা ফাইল নড়েনা জানেনতো সবাই।
লিখতে গেলেই ভালো কিছু লিখতে হয়।
ভাললেখা অনেকের চোখে কাটার মত বয়।
লিখতে হলেই অপরাধে বিরুদ্ধে লিখতে হয়।
অপরাধীরাতো কোননা কোন শক্তির অধীনে রয়।
লিখতে গেলেই জুলুমবাজ শক্তির বিরুদ্ধে লিখতে হয়।
ওদের বিরুদ্ধে মুখ খোলাইতো দায়।
তাইতো লিখতে যেয়েও সব অলেখাই রয়ে যায়।
যা লিখেছি এরমাঝে আসুন তাই নিয়েই এগিয়ে যাই।