
কদমতলীতে ১০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
মোঃ কামাল হোসেন:
রাজধানীর কদমতলী থানা এলাকা থেকে ১০ কেজি গাঁজাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা গোয়েন্দা মিরপুর বিভাগের একটি টিম।
গ্রেফারকৃতের নাম হেলেনা বেগম।বুধবার (২৬ এপ্রিল) রাত ৯.৩০টায় মাতুয়াইল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পল্লবী জোনাল টিম ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত হেলেনা বেগম ব্রাহ্মণবাড়ীয়ার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রি করতো।
এ ঘটনায় গ্রেফতারকৃত হেলেনা বেগমের বিরুদ্ধে কদমতলী থানায় মামলা রুজু হয়েছে।