সবার কথা বলে

দোকান নির্মাণ করার প্রতিবাদে তাঁতী লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

0 445
সৈয়দপুরে সরকারী রেল কোয়াটার ভেঙ্গে দোকান নির্মাণ করার প্রতিবাদে তাঁতী লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ।
মাসুদুর রহমান(নীলফামারী):
একজন রেলওয়ে চাকরিরত কর্মচারী ভাড়া করা সন্ত্রাসী ও গুন্ডা বাহিনীর দ্বারা আওয়ামী লীগের পার্টি অফিসের সামনে, সবজি মার্কেটের ভিতরে ২৬ এপ্রিল গভীর রাতে রেলের বরাদ্দকৃত কোয়ার্টার ভেঙ্গে দোকান ঘর নির্মাণ, জায়গা দখল করার সময়, এই অবৈধ কাজকে বাধা দেওয়ার জন্য তাঁতী লীগের দুই চার জন নেত্রবৃন্দসহ কিছু সাংবাদিকদের লাঞ্ছিত করা হয়।
এবং লাঠি সোটা দিয়ে আহত করা হয় এর প্রতিবাদে ২৮ এপ্রিল বিকাল চারটার সময় এক বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।এখানে তাঁতী লীগের নেত্র বৃন্দ সহ সাবেক ছাত্রলীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
সাবেক ছাত্রলীগ সভাপতি সোহাগ সরকার বলেন, কিছু বহিরাগত ছাত্রদের দিয়ে ভূমিদস্যু লিডার বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপ চালাচ্ছে। এমন পরিস্থিতি চলতে থাকলে ভবিষ্যতে আমাদের সৈয়দপুর শান্তির শহরে নানা রকম নৈরাজ্যৈর সৃষ্টি হবে।
তাঁতি লীগের সিনিয়র সভাপতি মঞ্জুর হোসেন সিয়াম বলেন আমরা সরকারি দল করি। রেলওয়ের সরকারি জমি কোথাও অবৈধভাবে দখল হলে সেটা আমাদের চোখের সামনে পড়লে আমরা অবশ্যই সেটা প্রতিহত করার অধিকার রাখি। অথবা জিজ্ঞাসাবাদ করতে পারি যে এটা আইনসম্মতভাবে নির্মাণ হচ্ছে কিনা!এমন পরিস্থিতিতে আমাদের সঙ্গে খারাপ দুর্ব্যবহার করার একমাত্র শক্তি যোগানদাতা সেই ভূমিদস্য যার কারণে আমাদের সঙ্গে এ ধরনের আচরণ সৃষ্টি করা হয়েছে।
তাই আমরা আজকের এই আন্দোলনের মাধ্যমে তাদের জানিয়ে দিতে চাই ভবিষ্যতে এভাবে সরকারি জায়গা আত্মসাৎ করলে আমরা তাদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলবো এবং এর দাঁতভাঙ্গা জবাব দেব।
সে সময় মদিনা মোড়ে বিভিন্ন সহযোগী সংগঠনের নেত্র বৃন্দগন বক্তব্য প্রদান করেন। এবং বলেন প্রশাসন যদি এ ব্যাপারে কোনো গুরুত্ব না দেয় তাহলে আমরা পরবর্তীতে আরো ব্যাপক আন্দোলনের প্রক্রিয়া চালাবো।

 

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.