প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৪, ১২:৫৮ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৩০, ২০২৩, ৫:২৫ অপরাহ্ণ
শ্রীপুরে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু
মাগুরার শ্রীপুরে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু।
মোঃ মিরাজ শেখ(মাগুরা):
সারাদেশের ন্যায় মাগুরার শ্রীপুরেও শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। রোববার (৩০ এপ্রিল) সকাল ১০ টায় এসএসসির বাংলা প্রথম পত্র এবং দাখিলের কুরআন মাজিদ ও তাজভিদ বিষয়ের প্রথম পরীক্ষা অনুষ্ঠিত হয়।
২০২৩ সালের এসএসসি পরীক্ষা সংশোধিত ও পুনর্বিন্যাসকৃত সিলেবাসে অনুষ্ঠিত হচ্ছে। তবে সব বিষয়ে পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ে এ পরীক্ষা নেওয়া হচ্ছে। কেউ পরীক্ষা ভালো দিয়েছে, আবার কেউ সন্তুষ্ট নয়। এবার মাধ্যমিক পরীক্ষায় শ্রীপুরে উপজেলায় মোট পরীক্ষার্থী ২হাজার ৪শত ২৯জন। এসএসসি পরীক্ষায় ২হাজার ১শত ৭৭জন ও দাখিলে ২শত ৫২জন পরীক্ষার্থী রয়েছে। প্রথম দিনে এসএসসি পরীক্ষায় অনুপস্থিত ছিলো ২৮জন ও দাখিলে অনুপস্থিত ছিলো ৮জন। শ্রীপুরে ৪টি কেন্দ্রে এসএসসি ও ১টি কেন্দ্রে দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষা চলাকালীন সময়ে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিত লক্ষ্য করা যায়। কেন্দ্র পরিদর্শন শেষে শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার কমলেশ মজুমদার বলেন, সুন্দর ও সুশৃঙ্খলভাবে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। দায়িত্বপ্রাপ্ত অফিসার ও শিক্ষকগণ যথাযথভাবে দায়িত্ব পালন করছেন। এবং খুব ভালো সুন্দর পরিবেশে পরীক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে।
পরীক্ষা শেষে শ্রীপুর এম,সি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের এক শিক্ষার্থী বলে, পরীক্ষা নিয়ে একটু দুশ্চিন্তায় ছিলাম তবে ভালোই দিয়েছি পরীক্ষা।
আমতৈল মাধ্যমিক বিদ্যালয়ের এক শিক্ষার্থী বলে, পরীক্ষা খুব ভালো হয়নি, আবার খারাপও হয়নি, মোটামুটি হয়েছে। নোহাটা দাখিল মাদ্রাসার এক শিক্ষার্থী জানায়, প্রশ্ন মোটামুটি সহজ ছিল, পরীক্ষা ভালো হয়েছে।
© 2023 - দৈনিক সংবাদের পাতা