জোবায়দা উচ্চ বিদ্যালয়ে পসশিক পর্ষদ ও আরপিডিও কর্তৃক আয়োজিত মে দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত ।
সজয় পাল(টাংগাইল):
১লা মে মহান শ্রমিক দিবস উপলক্ষে জোবায়দা উচ্চ বিদ্যালয় আশেকপুর টাংগাইলে পসশিক পর্ষদ ও আরপিডিও কর্তৃক অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য শোভাযাত্রা এবং আলোচনা সভা ।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরপিডিও এর নির্বাহী পরিচালক জনাব রওশন আরা লিলি । অনুষ্ঠানটি সুন্দর ও সাবলীলভাবে উপস্থাপন ও সঞ্চালন করেন মোঃ সোয়েব লিংকন, কো-অডিনেটর - (ই ডাব্লিউ সি এ) ।
পসশিক কর্তৃক আয়োজিত আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোবায়দা উচ্চ বিদ্যালয় , আশেকপুর, টাঙ্গাইলের সুযোগ্য প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানব প্রগতি সংঘের নির্বাহী পরিচালক জনাব মাহমুদা বেগম এবং জনাব নাজমুস সালেহীন নির্বাহী পরিচালক ( সেবক ) । বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জনাব হাসান ওয়াইজ - সমন্বয়কারী ব্র্যাক-কো- অডিনেটর এবং ডেমিয়েন ফাউন্ডেশান এর টি এল সি এ জনাব সানোয়ারা খাতুন।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রায় শতাধিক সেলাই কর্মী । যাদের কে বিভিন্ন সময় পসশিক পর্ষদ ও আরপিডিও কর্তৃক বিভিন্ন কর্মসূচির আওতাভুক্ত করে প্রশিক্ষণের মাধ্যমে তাদের কে দক্ষতা বর্ধন এবং নিজেরা কিভাবে স্বাবলম্বিতা অর্জন করতে পারে সেবিষয়ে পরামর্শ দিয়ে থাকেন। তারই ধারাবাহিকতায় আজকে সকল শ্রমজীবীদের নিয়ে আলোচনা করা হয় কিভাবে মালিক শ্রমিক ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে ভবিষ্যতে তারা আরও সুফল পেতে পারেন।
প্রধান অতিথি জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম তার এক বক্তব্যে বলেন লিঙ্গ বৈষম্য ভেদ করে নারী পুরুষের সমতার মধ্যে দিয়ে যদি সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে পারেন তবেই দেশ, জাতী তথা সমাজের জন্য কল্যাণ বয়ে আনতে পারে ।
সর্বশেষ আরপিডিও এর নির্বাহী পরিচালক এবং আজকের অনুষ্ঠানের সভাপতি জনাব রওশন আরা লিলি এর সমাপনী বক্তব্যের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয় ।